Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চল

পানছড়ি উপজেলার উল্টাছড়ির সাবেক চেয়ারম্যান সুব্রত’র মায়ের অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন

এস চাঙমা সত্যজিৎ , নিজস্ব প্রতিবেদক :
খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার ৫ নং উল্টাছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্র তীর্থস্থান পানছড়ি শান্তিপুর অরণ্য অরণ্য কুটির উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক সুব্রত চাকমার মাতা সতীরাণী চাকমা (পরিতোষ মা)’র অন্তেষ্টিক্রিয়া (দাহ কার্য) সম্পন্ন করা হয়েছে।

 

১৩ ফেব্রুয়ারি ২০২৪ মঙ্গলবার দুপুরে সাবেক চেয়ারম্যান সুব্রত চাকমার প্রিয় মাতা সতীরাণী চাকমাকে তাদের পারিবারিক শ্মশানে বৌদ্ধ ধর্মীয় রীতি নীতি অনুযায়ী দাহ ক্রিয়া বা অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়।সতীরাণী চাকমার জন্ম ১৯৪৭ সালে হয়েছিলো বলে জানা যায়।

উক্ত অন্তেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে বুদ্ধ মূর্তি দান, অষ্টপরিস্খার দান, সঙ্ঘ দান ও নানাবিধ দানের আয়োজন করা হয়েছে।

ধর্মীয় অনুষ্ঠান শুরুর আগে সতী রাণী চাকমার স্মৃতিচারণ করেন তাঁর দেবর পানছড়ি সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মেঘবিন্দু চাকমা। তিনি তাঁর স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, তাদের বৌদি সতীরাণী চাকমা সম্পর্কে ফুফাতো বোন ছিলেন। তাদের ফুফার নাম ছিল বিদ্যাবালা চাকমা। তাদের ঐতিহ্যবাহী দুই পরিবারের মধ্যে বিবাহ সম্বন্ধ আবদ্ধ হয়ে সতীরাণী চাকমার সাথে তাঁর মামা প্রভাবশালী ব্যক্তি সূতকর্মা কার্বারী পুত্র ত্রিনমনি চাকমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনি তাঁর মৃত্যুকালে স্বামী, পুত্র, পুত্র বধূ নাতি-নাতনি ও অসংখ্য গুণাগ্রাহী এবং আত্মীয়-স্বজন রেখে ১৩ ফেব্রুয়ারি ২০২৪ মঙ্গলবার ভোর পাঁচটায় ইহলোক ত্যাগ করে পরলোক গমন করেন। আজ তাঁর পারিবারিক শ্মশানে অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

 

অনুষ্ঠানে পানছড়ি উপজেলার দেব গিরি বন বিহারের অধ্যক্ষ মঙ্গল দীপ মহাস্থবির ও তাঁর শিষ্য সঙ্ঘ ধর্মীয় রীতিনীতি অনুযায়ী মাঙ্গলিক কার্যাদি সম্পাদন করে ভগবান বুদ্ধের মঙ্গল বাণী প্রদান করেন।

 

তাঁর মৃত্যুতে পানছড়ি উপজেলার উপজাতীয় সাংস্কৃতিক সংঘ শোক প্রকাশ করে। শোক বার্তায় বলা হয়, সূতকর্মা পাড়া নিবাসী ত্রিনমনি চাকমার সহধর্মিণী সতীরাণী চাকমা (পরিতোষ মা) এর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত । আমরা তাঁর আত্মার সদগতি ও মঙ্গল কামনা করছি।

 

তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন। তাঁর তিন পুত্র সন্তানের মধ্যে বড় পুত্র পরিতোষ চাকমা বিগত ২০১৪ সালে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মেজো পুত্র ঢাকায় চাকরিতে কর্মরত আছেন। ছোট পুত্র সুব্রত চাকমা উল্টাছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত সকলে তাঁর আত্মার সদগতি ও মঙ্গল কামনা করেন।

 

অন্তেষ্টিক্রিয়া অনুষ্ঠানে উপজেলার চেঙ্গী ইউনিয়নের চেয়ারম্যান আনন্দ জয় চাকমা, লোগাং ইউনিয়নের চেয়ারম্যান জয় কুমার চাকমা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আত্মীয় স্বজনেরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button