পানছড়ি আওয়ামী লীগের ১৭ বছরে ৫০ লক্ষ টাকার বিদ্যুৎ বিল ফাঁকি

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি:
খাগড়াছড়ির পানছড়িতে আওয়ামী লীগের উপজেলা কার্যালয় সহ পার্শ্ববর্তী কয়েকটি দোকানে দীর্ঘ ১৭ বছর বিদ্যুৎ এর অবৈধ সংযোগের অভিযোগ ওঠে। শুক্রবার বিউবো,পানছড়ি মামলা জরিমানা ছাড়াই সংযোগ বিচ্ছিন্ন করে।
শনিবার (১৫ মার্চ) উপজেলা সহকারি আবাসিক প্রকৌশলী চঞ্চল চৌধুরী জানান, পানছড়ি আওয়ামীলীগ অফিসে বিদ্যুৎ এর অবৈধ সংযোগের খবর পেয়ে সাথে সাথে কর্তন করি। অবৈধ বিদ্যুৎ সংযোগ বিষয়ে ব্যবস্থা নিতে উর্ধতন কর্মকর্তার বরাবর লিখিত চিঠি পাঠিয়েছি।
স্থানীয়রা জানান, ফ্যাসিস্টদের অবৈধ বিদ্যুৎ ব্যবহার যা সরকারের লক্ষ লক্ষ টাকার বিদ্যুৎ চুরি। এই টাকা স্থানীয় জনগনের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। ১৭ বছরে আনুমানিক প্রায় ৫০ লক্ষ টাকা বিল ফাঁকি দিয়েছে পানছড়ি উপজেলা আওয়ামী লীগ। বিদ্যুৎ বিভাগ এতদিন কেনো এর ব্যবস্থা নেয়নি তা খতিয়ে দেখার আহবান জানান।
আবাসিক প্রকৌশলী মোঃ আহসান উল্লাহ জানান, আমি এক সপ্তাহ হলো এখানে যোগদান করেছি, অভিযোগ ওঠা অবৈধ সংযোগ সম্পর্কে আমার জানা নেই। আমরা এ বিষয়ে খতিয়ে দেখছি । অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।