পানছড়ি, খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির পানছড়ি সীমান্তবর্তী কাঠালতলা এলাকায় ভারতীয় অবৈধ বিভিন্ন প্রকার মালামাল আটক করেছে বিজিবি।
১৪ নভেম্বর ২০২৫, শুক্রবার সন্ধ্যায় নায়েব সুবেদার মোঃ ইমদাদুল হকের নেতৃত্বে বিজিবির নিয়মিত টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, বাংলাদেশের অভ্যন্তরে কাঠাল তলা এলাকায় পরিত্যক্ত অবস্থায় ভারতীয় পন্য জিরা , স্পার্কল, এনডার্ম জিএম, ভ্যাসলিন, কমফোর্ট, সাউন্ড বক্স, সেভেন অয়েল, টি স্পেশাল, লাইফবয় ও ভিভেল সাবান, সানসিল্ক ও ক্লিনিক প্লাস শ্যাম্পু, জনসন বেবি অয়েল, ভাসমল, এবং দু’টি কড়াই সহ নানা ভোগ্যপণ্য সমুহ পাওয়া যায়।
বিজিবির টহলদলের এমন সফল অভিযানে সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে আরও এক ধাপ অগ্রগতি হলো বলে স্থানীয়রা মনে করছেন।




