পানছড়ির তালতলা বৌদ্ধ বিহারে বই পড়ার উৎসব উদ্ভোধন
চেঙ্গী দর্পন প্রতিবেদক,পানছড়ি (খাগড়াছড়ি) : খাগড়াছড়ির পানছড়িতে আর্য্যমিত্র বৌদ্ধ বিহারে জ্যোতির্ময় কার্বারী পাড়া, তালতলায় প্রবারণা পূর্ণিমা উৎযাপন উপলক্ষে ১৫ দিন ব্যাপি বই পড়ার উৎসব উদ্ভোধন করা হয়।
২০ অক্টোবর ২০২১ বুধবার ১১ টায় উপজেলা নির্বাহি অফিসার রুবাইয়া আফরোজ বই পড়ার উৎসবের উদ্ভোধন করেন।
তালতলা আর্য্যমিত্র বৌদ্ধ বিহারের অধ্যক্ষ সুদর্শী স্থবির ভান্তে জানান, প্রবারণা পূর্ণিমা উৎসবের মধ্য দিয়ে বৌদ্ধ ভিক্ষুদের ০৩ মাস পর্যন্ত বর্ষাবাসের সাধনা ভাবনা অধিষ্ঠান সমাপ্ত হয়। তাই প্রবারণার দিনে বিহারে এক ব্যতিক্রম ধর্মীয় শিক্ষামূলক কার্যক্রম আয়োজন করা হয়েছে । ১৫ দিন ব্যাপী বই পড়া উৎসবে যারা মনযোগ দিয়ে বই পড়বে তাদের জন্য আকর্ষণীয় পুরস্কার ঘোষণা করা হয়েছে। বই পড়া উৎসব চলবে আর্য্য মিত্র বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান পর্যন্ত অর্থাৎ ২০ অক্টোবর প্রবারণা পূর্ণিমা হতে ৪ নভেম্বর ২০২১ পর্যন্ত ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে স্থানীয় কার্বারী বিপ্লব চাকমা,সুমন জ্যোতি চাকমা,এস চাকমা সত্যজিত সহ দায়ক দায়িকাগন উপস্থিত ছিলেন।