Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলরাজনীতিসারাদেশ

পানছড়িতে শহীদ জিয়ার ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কলেজ ছাত্রদলের বৃক্ষ রোপণ

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
“সকলে মিলে সবুজের সমারোহ গড়ে তুলি নিজ নিজ ক্যাম্পাস” শ্লোগানে জেলার পানছড়ি উপজেলা সরকারি ডিগ্রী কলেজ প্রাঙ্গনে কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪-তম শাহাদাৎ বার্ষিকী এবং বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঘোষিত ১৫ দিন ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ১৬ জুন ২০২৫, সোমবার সকালে পানছড়ি সরকারি ডিগ্রী কলেজ প্রাঙ্গণে পানছড়ি সরকারি কলেজ ছাত্রদল ও উপজেলা ছাত্রদলের যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

 

রোপণ কৃত গাছের মধ্যে বিভিন্ন প্রজাতির ফুল,ফল (নিম গাছ) সহ ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধি করে এমন গাছ লাগানো হয়।

 

এ সময় পানছড়ি সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ আতিকুর রহমান, শিক্ষক পরিষদ সম্পাদক ত্রিরতন চাকমা,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক দিদারুল আলম, যুগ্ন আহবায়ক মাহফুজ রহমান,পানছড়ি সরকারি ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ সাজ্জাদ ইউনুস অন্তর, সাধারণ সম্পাদক শাহীন আলম,যুগ্ম সাধারণ সম্পাদক সাহীন সরোয়ার, সাংগঠনিক সম্পাদক ফয়সাল ইসলাম সহ অন্যান্য নেতাকর্মী গণ উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button