Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

পানছড়িতে বেগম রোকেয়া দিবস উদযাপন ও শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান

স্টাফ রিপোর্টার ,খাগড়াছড়ি :
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে এক বিশেষ আলোচনা সভা ও শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

৯ ডিসেম্বর ২০২৪, সোমবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা মহিলা বিষয়ক কমর্কর্তা মনিকা বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মৌমিতা দাস।

 

অনুষ্ঠানে উপজেলা নির্বাহি অফিসার মৌমিতা দাশ নারীর ক্ষমতায়ন এবং সমাজে তাদের অবদানের গুরুত্ব তুলে ধরেন বলেন, আমাদের বর্তমান সমাজে অনেক সময় মাদকদ্রব্যের বিস্তার, যৌন হয়রানি, জেন্ডার বৈষম্য, পারিবারিক সহিংসতা,বাল্য বিবাহ, বিবাহ বিচ্ছেদ, সাইবার অপরাধ, গুজব, মানব পাচার, সন্ত্রাস, উগ্রবাদ ইত্যাদি জটিলতা নিরসনে নারীর ভুমিকা অপরিসীম। নারী সচেতন থাকলে এসব অপরাধ অনেকাংশে কমে যাবে।

অনুষ্ঠানে শ্রেষ্ঠ জয়িতা হিসেবে বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখা নারীদের সম্মাননা প্রদান করা হয়। তাদের সংগ্রামী জীবন ও সমাজে ইতিবাচক পরিবর্তনে ভূমিকার কথা তুলে ধরা হয়। আলোচনায় বক্তারা বেগম রোকেয়ার স্বপ্ন,নারীর শিক্ষা এবং তাদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করেন।পাশাপাশি নারীর প্রতি সমাজের দায়িত্ব ও তাদের অধিকার সুরক্ষার গুরুত্ব তুলে ধরা হয়।

 

আলোচনা সভায় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জসিম উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কমর্কর্তা মনিকা বড়ুয়া, উপজেলা সমবায় কর্মকর্তা সংগীতা ভৌমিক , উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি মেঘবিন্দু চাকমা, সহ-সভাপতি মিশু দেওয়ান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম , শ্রেষ্ঠ জয়িতা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

এই আয়োজন নারীর ক্ষমতায়ন, নারীর প্রতি সম্মান এবং সমাজে নারীর অধিকার সুরক্ষার বার্তা ছড়িয়ে দেওয়া হয় এবং তাদের সংগ্রামের স্বীকৃতির এক উজ্জ্বল উদাহরণ হিসেবে উপস্থিত সকলকে অনুপ্রাণিত করেছে।

Related Articles

Back to top button