Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

পানছড়িতে বিভিন্ন আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

পানছড়ি,খাগড়াছড়ি :
“প্রযুক্তি নির্ভর যুবশক্তি , বহু পাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি ” স্লোগানে পার্বত্য খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

১২ আগষ্ট ২০২৫ , মঙ্গলবার সকাল এগারোটায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আমির হোসেন এর সভাপতিত্বে বিভিন্ন যুব সংগঠণের সদস্য ও প্রশাসনিক কর্মকর্তাদের অংশগ্রহনে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।

 

 

র‍্যালি শেষে উপজেলা সম্মেলন কক্ষে শপথ বাক্য পাঠ, আলোচনা সভা, উদ্যোক্তাদের সনদপত্র প্রদান ও ক্ষুদ্র ঋণের চেক বিতরন করা হয়েছে। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।

 

 

অন্যান্যদের মাঝে পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রিয় কান্তি চাকমা, ইউপি চেয়ারম্যান উচিত মনি চাকমা, স্বপ্ন সিড়ি যুব ক্লাবের সভাপতি প্রসাতন চাকমা সহ যুব উন্নয়ন কর্মীগন উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button