Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

পানছড়িতে বিজিবি কর্তৃক বৈসাবি উৎসব পরিদর্শন ও উপহার সামগ্রী প্রদান

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
পাহাড়ের প্রতিটি ঘরে এখন নববর্ষের উৎসবের আমেজ। বাংলা নববর্ষ ঘিরে এখানকার পাহাড়ী জনগোষ্ঠীর ব্যাপক অনুষ্ঠান চলমান। আর উৎসবে আমেজে আরো সুন্দর করতে পাড়ায় পাড়ায় বৈসাবি উৎসব পরিদর্শন এবং উপহার সামগ্রী বিতরণ করছেন লোগাং বিজিবি (৩ বিজিবি)’র জোন অধিনায়ক।

 

১১ এপ্রিল ২০২৫ ,শুক্রবার বিকালে লোগাং বিজিবি জোনের আওতায় পুরাতন সনখোলা পাড়া যুব সমাজের আয়োজিত বিজু  রং ঢং পরিদর্শন করেন এবং উপহার হিসেবে নগদ অর্থ সহ ফলের ঝুড়ি, বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী,পানির পাত্র প্রদান করেন জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মফিজুর রহমান ভূঁইয়া, পিএসসি।

 

এ সময় তিনি পার্বত্য এলাকার শান্তি সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষে উপস্থিত সকলের সাথে শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন। বৈসাবি উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার নিমিত্তে সকলকে সহযোগিতা করার জন্য আহবান জানান।

 

পরিদর্শন কালে স্থানীয় মেম্বার -কার্বারী, গ্রামের শিশু কিশোর ,যুবক যুবতী, নারী পুরুষরা জোন অধিনায়কের সাথে বিজুর শুভেচ্ছা বিনিময় করেন।

Related Articles

Back to top button