Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

পানছড়িতে বিজিবির অভিযানে অবৈধ গোলকাঠ জব্দ

স্টাফ রিপোর্টার ,খাগড়াছড়ি :
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার শান্তিপুর এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ গোলকাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩ বিজিবি) লোগাং জোন ।

 

২১ অক্টোবর ২০২৫ , মঙ্গলবার বিকাল ৫ টার দিকে জেসিও-নায়েব সুবেদার মোঃ তুষার হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টহল দল উল্টাছড়ির শান্তিপুর এলাকায় অভিযান পরিচালনা করে।

 

 

অভিযানকালে টহল দলটি সেগুন কাঠ, গামারী কাঠ ও চাপালিশ কাঠ সহ বিভিন্ন প্রজাতির কাঠ জব্দ করে।
জব্দকৃত কাঠসমূহ পরবর্তীতে বন বিভাগে হস্তান্তর করা হয়েছে।

 

 

বিজিবি সূত্রে জানা যায়, বন ও পরিবেশ রক্ষায় সীমান্ত এলাকায় অবৈধ কাঠ পাচার, অনুপ্রবেশ ও চোরাচালান রোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

 

এলাকাবাসীরা জানান, সীমান্ত এলাকায় অবৈধভাবে বন উজাড় বন্ধে বিজিবির এমন তৎপরতা অত্যন্ত প্রশংসনীয়।

Related Articles

Back to top button