Breakingখাগড়াছড়িখেলাধুলাপার্বত্য অঞ্চলসারাদেশ

পানছড়িতে বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্ণামেন্ট শুরু

স্টাফ রিপোর্টার ,খাগড়াছড়ি :
জেলার পানছড়িতে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। এতে স্লোগান ছিল “ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল ”।

 

১৭ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার দুপুরে পানছড়ি ফুটবল এসোসিয়েশন আয়োজিত জেলার পানছড়ি উপজেলা পরিষদ মাঠে বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্টের আহবায়ক শাহেদুল হোসেন সুমনের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন করেন খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক হাসান মাহমুদ।

 

উদ্বোধনকালে প্রধান অতিথি বলেন, খেলাধুলা যুবকদের মন ভালো ও সুস্থ রাখে। এছাড়াও বিভিন্ন প্রকার অসামাজিক কার্যক্রম ও মাদকাসক্ত থেকে দূরে রাখতে এবং ডিজিটাল আসক্ত থেকে বিরত থাকতে, লেখা পড়ার পাশাপাশি যুবক ও শিক্ষার্থীদের খেলাধুলার পরিবেশ তৈরি করা জরুরি। দেহ ও মনকে সুস্থ্য রাখতে খেলাধুলার কোন বিকল্প নেই।

এ সময় জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) শেখ বিল্লাল হোসেন, জেলা বিএনপির সহ সভাপতি মোঃ বেলাল হোসেন, সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সম্পাদক এ্যাডভোকেট মালেক মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, পানছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদদীন, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী , জেলা যুবদলের সভাপতি মাহবুবুল আলম সবুজ,পানছড়ি উপজেলা যুবদলের আহবায়ক মোঃ আফসার সহ উপজেলা বিএনপি-র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ক্রীড়া প্রেমী দর্শক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

 

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ট্রাইবেকারে ফাতেমা নগর একাদশ কে ০৪/০২ গোলে হারিয়ে বন্ধু কল্যাণ যুব সমবায় সমিতি কোয়ার্টার ফাইনালে উঠেছে।

Related Articles

Back to top button