Breakingখাগড়াছড়িখেলাধুলাপার্বত্য অঞ্চল

পানছড়িতে প্রয়াত প্রগতি চাকমা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

স্টাফ রিপোর্টার , খাগড়াছড়ি:
খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ির পুজগাং মূখ উচ্চ বিদ্যালয় মাঠে প্রয়াত প্রগতি চাকমার ৪র্থ মৃত্যুবার্ষিকী স্মৃতি স্মরণে ফাইনাল খেলায় স্বপ্ন সিঁড়ি যুব ক্লাব বিজয়ী ও চন্দ্র কারবারি পাড়া রানার্স আপ হয়েছে।

 

 

৫ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার বিকালে স্বপ্নসিঁড়ি যুব ক্লাব পুজগাং আয়োজিত সঞ্চয় চাকমার সভাপতিত্বে প্রয়াত প্রগতি চাকমা স্মৃতি ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে চেঙ্গী ইউপি চেয়ারম্যান আনন্দ জয় চাকমা উপস্থিত ছিলেন

 

 

এ সময় হাজারো দর্শকের সাথে সাবেক চেয়ারম্যান অসেতু বিকাশ চাকমা, কালাচাঁদ চাকমা ,অনিল চন্দ্র চাকমা, স্বপ্নসিঁড়ি যুব ক্লাব সহ সভাপতি ঊষাতন চাকমা, ক্রীড়া সম্পাদক তথোমনি চাকমা সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ খেলাটি উপভোগ করেন।

 

ট্রাইবেকারে বিজয়ী ৪/৩ গোলে স্বপ্ন সিঁড়ি যুব ক্লাব একাদশ ও রানার্স আপ চন্দ্র কারবারি পাড়া একাদশ সহ সকল খেলোয়াড়দের মাঝে আমন্ত্রিত অতিথিরা পুরস্কার তুলে দেন।

 

ফুটবল ম্যাচ শেষে অতিথিরা আয়োজকদের ধন্যবাদ জানান এবং এ ধরনের ক্রীড়া কার্যক্রম তরুণ সমাজকে মাদক থেকে দূরে রেখে সুস্থ বিনোদনমুখী করতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করেন।

 

Related Articles

Back to top button