Breakingখাগড়াছড়িদুর্ঘটনাপার্বত্য অঞ্চলসারাদেশ

পানছড়িতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি :
খাগড়াছড়ির পানছড়িতে বেপরোয়া মোটর সাইকেলের ধাক্কায় এক শিক্ষক নিহত ও বেপরোয়া মাহিন্দ্র মুখোমুখি সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন।

 

 

শনিবার বিকালে উপজেলার লোগাং বাবুড়াপাড়া এলাকায় বেপরোয়া মোটর সাইকেলের ধাক্কায় আহত সেনা রঞ্জন ত্রিপুরা পানছড়ি উপজেলার লোগাং উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তিনি উপজেলার চিকন চানপাড়া এলাকার বাসিন্দা এবং প্রধান্য ত্রিপুরার পুত্র।

 

 

প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুল ছুটির পর বিকেল ৪টার দিকে বাড়ি ফেরার পথে পেছন থেকে একটি বেপরোয়া গতির মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে প্রথমে পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়। সিটিস্ক্যানের পর কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রামে পাঠানোর পরামর্শ দেন। রাত ১০টার দিকে চট্টগ্রাম ম্যাক্স হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

 

মাত্র চার মাস আগে লোগাং উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন সেনা রঞ্জন ত্রিপুরা। দুর্গম এলাকার একটি সাধারণ পরিবার থেকে অনেক কষ্টে গড়ে ওঠা এই তরুণ শিক্ষক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি বিভাগের ২০১৩-১৪ সেশনের প্রাক্তন শিক্ষার্থী।

 

 

পারিবারিক সূত্রে জানা গেছে, তার উপর নির্ভরশীল বৃদ্ধ বাবা-মা ও দুই শিশু সন্তান রয়েছে।তার মৃত্যুতে সহকর্মী শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোক নেমে এসেছে।

 

 

অপরদিকে রবিবার দুপুরে উপজেলার নালকাটা নামক স্থানে দুই মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে ৪ জন গুরুতর আহত হয়।

 

 

স্থানীয়রা জানান, পানছড়ি -খাগড়াছড়ি সড়কের নালকাটা নামক স্থানে দুই মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে চালক সহ ৪ জন গুরুতর আহত হয়।আহতদের স্থানীয়রা তাৎক্ষণিক পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে বর্তমানে চিকিৎসাধীন আছে।

 

 

আহত মাহিন্দ্রা ড্রাইভার কৃষ্ণ ত্রিপুরা (৩০), সুখুমনি চাকমা(৩৫), যাত্রী রত্না ত্রিপুরা(২০), মশারা ত্রিপুরা (৪৫) সকলেই পানছড়ি উপজেলার বাসিন্দা।

 

 

লোগাং বাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০১০ সালের এসএসসি ব্যাচের সহপাঠীরা এবং চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয়ের সংস্কৃতি বিভাগের (২০১৩-১৪) শিক্ষার্থীরা সেনা রঞ্জন ত্রিপুরা অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বলেন, নিরাপদ সড়ক এখন শুধু কল্পনায় আছে। বেপরোয়া চালকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া জরুরি।

Related Articles

Back to top button