পানছড়িতে পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্থদের পাশে বর্ডার গার্ড বাংলাদেশ

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
বিজিবি সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পানছড়ি এলাকার বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ।। সম্প্রতি ভারী বর্ষনের ফলে বাংলাদেশের সীমান্তবর্তী উপজেলা এবং অন্যন্য স্থানে ক্ষতিগ্রস্থ/পানিবন্দী পরিবারগুলো বিজিবি কর্তৃক উদ্ধার ও ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।
২৩ আগস্ট শুক্রবার বিকালে লোগাং জোন (৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মফিজুর রহমান ভূঁইয়া, পিএসসি উপস্থিত থেকে ।দুর্গত এলাকা পানছড়ি বাজার ত্রিপুরা পাড়া, কলাবাগান সহ বিভিন্ন এলাকার বন্যায় ক্ষতিগ্রস্থ ৫০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী (চিড়া, মুড়ি, গুড়, চাউল ,পানির বোতল, খাবার স্যালাইন, মোমবাতি এবং গ্যাস লাইট) বিতরণ করেন।
এ সময় ৩ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মফিজুর রহমান ভূঁইয়া, পিএসসি বলেন,বর্ডার গার্ড বাংলাদেশ দেশের যে কোন দূর্যোগময় মুহুর্তে জনগনের পাশে থেকেছে। বর্তমান বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিজিবি’র এই সহায়তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে ।
এসময় লোগাং বিজিবি জোনের অন্যান্য অফিসার, জুনিয়র কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।