পানছড়িতে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ পুনর্গঠনের দাবিতে বিক্ষোভ সমাবেশ
স্টাফ রিপোর্টার ,খাগড়াছড়ি :
জেলার পানছড়িতে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ পুনর্গঠনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্র জনতার সংগ্রাম পরিষদ।
১৯ নভেম্বর ২০২৪ ,মঙ্গলবার সকাল ১১ টায় “আঞ্চলিক পরিষদ পুনর্গঠন কর -করে দাও, অবৈধ আঞ্চলিক পরিষদ মানিনা” স্লোগানে চেঙ্গী ইউনিয়নের মনিপুর হতে বরকলক হয়ে বিক্ষোভ র্যালী বের হয়ে মনিপুর সড়কে ছাত্র জনতার সংগ্রাম পরিষদের সুইটি চাকমার সভাপতিত্বে সমাবেশ করে।
সমাবেশে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি, ১৯৯৭ সালের একটি রাজনৈতিক চুক্তি। যা বাংলাদেশ সরকার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (PCJSS) এর মধ্যে ১৯৯৭ সালের ২ রা ডিসেম্বর স্বাক্ষরিত হয়। চুক্তিটি পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের জনগণ ও উপজাতিদের গনতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে। শান্তিবাহিনী ও সরকারের মধ্যে কয়েক দশক ধরে চলা বিদ্রোহের অবসান ঘটায় বলে মনে করা হলেও মুলত এই চুক্তিতে পাহাড়ের বসবাসরত বাসিন্দাদের সুফল বয়ে না এনে সন্তু লারমাকে পুনর্বাসিত করা হয়েছে বলে বক্তারা অভিযোগ করেন। অবিলম্বে সন্তু লারমাকে পদত্যাগ করিয়ে নির্বাচনের মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ গঠনের দাবি জানানো হয়।
সমাবেশে অন্যান্যদের মধ্যে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, রিপন ত্রিপুরা, দেবাশীষ চাকমা, পরিমিতা চাকমা, ছাত্র সমম্বয়ক প্রিয়ন্তি চাকমা প্রমুখ । এ সময় ছয় শতাধিক ছাত্র জনতা উপস্থিত ছিলেন।