Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

পানছড়িতে নতুন ঘর পেলেন ভিডিপি সদস্যা আয়শা খাতুন

স্টাফ রিপোর্টার ,খাগড়াছড়ি :
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার মধ্যনগর গ্রামে ভিডিপি সদস্য আয়শা খাতুন ১৯৮৪ সাল থেকে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য। প্রত্যন্ত্যাঞ্চলের ভাঙ্গা চুড়া ঘরে, সল্প বেতনে ও অভাব অনটনে কখনো হাল ছাড়েনি। নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করে গেছেন। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের আবাসন প্রকল্প থেকে নতুন সেমি-পাকা ঘর পেয়ে আনন্দ প্রকাশ করছেন।

 

২৪ এপ্রিল ২০২৫ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় নবনির্মিত ঘরের সামনে টেলিকনফারেন্সিং এর মাধ্যমে ভিডিপি সদস্য আয়শা খাতুন’র (৫৮) জন্য নব-নির্মিত ঘরের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক, মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

 

সুত্র জানায়, সারা দেশে আনসার ও ভিডিপির সদস্যদের জন্য ২৬টি ঘর নির্মিত হলেও উদ্বোধন করেন চারটি ঘর। এর মধ্যে কুমিল্লা, নেত্রকোনা, বগুড়া ও খাগড়াছড়ির পানছড়িতে ১টি সহ মোট ৪টি ঘর ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক উদ্বোধন করেন।

পানছড়ি উপজেলার উল্টাছড়ি ইউনিয়নের মধ্য নগর গ্রামের আব্দুল আজিজের স্ত্রী মোসাঃ আয়সা খাতুন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী থেকে সরকারিভাবে নব-নির্মিত পানির ব্যবস্থা সহ টয়লেট, গোসলখানা, বিদ্যুৎ সুবিধা সহ দুটি থাকার কক্ষ ও বারান্দা সম্বলিত ঘর পেয়ে ভিডিপি সদস্যা বাহিনীর মহাপরিচালকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং উপমহাপরিচালক চট্টগ্রাম ও পার্বত্য রেঞ্জ, চট্টগ্রাম এবং জেলা কমান্ড্যান্ট, আনসার ও ভিডিপি, খাগড়াছড়ি পার্বত্য জেলাকে ধন্যবাদ জানান।

 

 

উদ্ভোধনী অনুষ্ঠানে বাহিনীর সদর দপ্তরের সাথে ভিডিও টেলিকনফারেন্সিং এর মাধ্যমে যুক্ত ছিলেন জেলা কমান্ডিং অফিসার আরিফুর রহমান পিপিএম, ৫ আনসার ব্যাটালিয়ন কোম্পানি কমান্ডার মোঃ হেলাল, খাগড়াছড়ি সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রোকেয়া বেগম, মাটিরাঙ্গা উপজেলা কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেন, পানছড়ি উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা কাজী আকাশ সহ পানছড়ি উপজেলার আনসার-ভিডিপি সদস্যগণ।

Related Articles

Back to top button