Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

পানছড়িতে দু’দিন ব্যাপি গ্রাম্য পুলিশ বাহিনীর সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ সমাপ্ত

স্টাফ রিপোর্টার ,খাগড়াছড়ি:
পার্বত্য খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় দু’দিন ব্যাপি গ্রাম্য পুলিশ বাহিনীর সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

 

পানছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে ৮ ও ৯ ডিসেম্বর ২০২৪, রবি ও সোমবার দু’দিন ব্যাপি গ্রাম্য পুলিশ বাহিনীর সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষনের রিক্যাপ ও সার্টিফিকেট বিতরণের মাধ্যমে সমাপ্ত ঘোষনা করেন উপজেলা নির্বাহি অফিসার মৌমিতা দাশ।

 

দু’দিন ব্যাপি গ্রাম পুলিশ বাহিনীর দায়িত্ব ও কর্তব্য, আইন শৃঙ্খলা রক্ষায় এবং অন্যান্য ক্ষেত্রে গ্রাম পুলিশের ভূমিকা, টহল কি, রাত্রিকালীন টহলের গুরুত্ব।বিভিন্ন সভা আহ্বান ও ব্যবস্থাপনায় গ্রাম পুলিশের ভূমিকা, দায়িত্ব ও কার্যাবলী, নোটিশ জারীর প্রক্রিয়া, নোটিশ জারী নিশ্চিত করণ ও সভা বাতিল করণ, কর আদায় কৌশল এবং গ্রাম পুলিশের ভূমিকা। সামাজিক সমস্যা (যেমন: মাদক দ্রব্যের বিস্তার, যৌন হয়রানি, জেন্ডার বৈষম্য, পারিবারিক সহিংসতা, বিবাহ বিচ্ছেদ, সাইবার অপরাধ, গুজব, বেকারত্ব, মানব পাচার, সন্ত্রাস, উগ্রবাদ, ইত্যাদি) নিরসনে ইউনিয়ন পরিষদ ও গ্রাম পুলিশের ভূমিকা।গবাদি পশু পালনের গুরুত্ব ও মৎস্য চাষের গুরুত্ব ও গ্রাম পুলিশের ভূমিকা, গ্রাম প্রতিরক্ষা বিষয়ক, বাল্য বিবাহ নিরোধ আইন, ২০১৭ সম্পর্কে ধারণা, বৃক্ষরোপনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা, গ্রাম আদালতের উদ্দেশ্য ও বিচার্য বিষয়, গ্রাম আদালত কার্যক্রমে গ্রাম পুলিশের ভূমিকা,জন্ম-মৃত্যু নিবন্ধনে ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশের ভূমিকা, প্রতিবন্ধীদের কল্যানে গ্রাম পুলিশের ভূমিকা, ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ইউডিসি) এর সেবা সমূহ এবং জনসেবায় ইউডিসির ভূমিকা সম্পর্কে ধারণা,তথ্য অধিকার আইনের গুরুত্বপূর্ন ধারা সমূহ, সেবা প্রার্থীদের বিভিন্ন অভিযোগ দাখিল এবং প্রতিকার সম্পর্কে মৌলিক ধারনা প্রদান করা হয়।

প্রশিক্ষনে উপজেলা নির্বাহি অফিসার মৌমিতা দাশ, উপজেলা কৃষি অফিসার মোঃ নাজমুল ইসলাম মজুমদার,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন , উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা কাজী আকাশ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সুমেন চাকমা,উপজেলা মৎস্য বর্মকর্তা প্রিয় কান্তি চাকমা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা বড়ুয়া, চেঙ্গী ইউপি চেয়ারম্যান আনন্দ জয় চাকমা, পানছড়ি সদর ইউপি চেয়ারম্যান উচিত মনি চাকমা প্রমুখ প্রশিক্ষনের বিভিন্ন বিষয়ের আলোকে আলোচনা করেন।

 

উল্লেখ্য,পানছড়ি উপজেলা নির্বাহি অফিসার মৌমিতা দাশ ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জাফর উল্লাহ কোর্স পরিচালকের দায়িত্ব পালন করেন এবং প্রশিক্ষণ কর্মসুচিতে উপজেলার ৫ ইউনিয়নের গ্রাম্য পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button