Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলরাজনীতিসারাদেশ

পানছড়িতে তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করতে বিএনপির সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করার লক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) পানছড়ি উপজেলার ৫ নং উল্টাছড়ি ইউনিয়ন শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

 

২০ ডিসেম্বর ২০২৪ ,শুক্রবার বিকেলে উপজেলার দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

উল্টাছড়ি ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোঃ লোকমান হোসেন দুলালের সঞ্চালনায় মোঃ আবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা বিএনপির সহ সভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ বেলাল হোসেন উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, দলকে সুসংগঠিত করতে সবাইকে এক হয়ে কাজ করতে হবে, সবাইকে সচেতন থাকতে হবে দলকে বিভাজন করার অনেকেই চক্রান্ত করছে। সামনের নির্বাচনে বিএনপিকে জয়যুক্ত করার জন্য সবাই এক হয়ে কাজ করে যেতে হবে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সহ সভাপতি মোঃ ওয়াজিবুল্যা, সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিম প্রমুখ সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button