Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

পানছড়িতে জামায়াতে ইসলামীর কম্বল বিতরন

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

 

৩০ ডিসেম্বর ২০২৪, সোমবার বিকালে বাংলাদেশ জামাতে ইসলামি পানছড়ি উপজেলা শাখার অফিসে দারিদ্র্য সীমায় বসবাস করেন এমন স্থানীয় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

 

শীতবস্ত্র (কম্বল) বিতরণ কালে বাংলাদেশ জামায়াতে ইসলামি পানছড়ি উপজেলা শাখা সভাপতি মোঃ জাকির হোসেন বলেন, পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলের অনেক মানুষের কাছে শীতবস্ত্র নাই। আমরা আমাদের সামর্থানুযায়ী চেষ্টা করছি শীতার্তদের মাঝে কম্বল পৌছাতে। যা চলমান থাকবে। আসুন আমরা প্রত্যেকের অবস্থান থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিই। অসহায়-দরিদ্র শীতার্ত মানুষদের পাশে দাঁড়াই।

 

এ সময় অন্যান্যদের মধ্যে পানছড়ি উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী হাফেজ মো: নুরুজ্জামান, বাইতুল মাল সম্পাদক আব্দুল খালেক, প্রচার সম্পাদক আবুল কাশেম সহ বিভিন্ন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ ও সুবিধাভোগীগন উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button