Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলরাজনীতিসারাদেশ

পানছড়িতে খালেদা জিয়ার স্মরণ সভা ও দোয়া মাহফিল

খাগড়াছড়ি প্রতিনিধি :
পানছড়ি উপজেলা বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

১৩ জানুয়ারি ২০২৬, মঙ্গলবার সকাল ১১টা থেকে রাত সাড়ে ৯ টা পর্যন্ত পানছড়ি উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলার বিভিন্ন গ্রামে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলার উল্টাছড়ি বাজার, জিয়ানগর সরাফত আলীর বাড়ির উঠান, সদর ইউনিয়নের পাইলট ফার্ম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, শনটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, দমদম বটতলী ও পানছড়ি বাজার এলাকায় পর্যায়ক্রমে এসব কর্মসূচি পালন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার। এ সময় উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. বেলাল হোসেন, সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী, জেলা বিএনপি-র সহ ছাত্র বিষয়ক সম্পাদক সাহেদুল হোসেন সুমন, উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. ইসমাইল, উপজেলা যুবদলের আহবায়ক মো. আফসার, সদস্য সচিব মো. সেলিম , কৃষক দলের মো. আবুল হাসেম.স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. ইদ্রিস ,উল্টাছড়ি ইউনিয়ন বিএনপি-র সভাপতি আবুল হোসেন , যুবদল, কৃষক দল ও স্বেচ্ছাসেবক দল,ছাত্রদলের নেতৃবৃন্দ সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।

 

স্মরণ সভায় বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্র ও স্বাধীনতার প্রতীক। তাঁর রাজনৈতিক জীবন ও ত্যাগ জাতি চিরদিন স্মরণ করবে।

Related Articles

Back to top button