পানছড়িতে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
খাগড়াছড়ির পানছড়িতে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ও উপজেলা যুব রেডক্রিসেন্ট এর সার্বিক সহযোগিতায় উপজেলার চারটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
২৭ আগস্ট ২০২৫, বুধবার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মেঘবিন্দু চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন।
প্রতিযোগিতায় অভাব নয়, সম্মোহন লোভই দুর্নীতির প্রধান কারণ ও তথ্য প্রযুক্তির সর্বাত্মক ব্যবহারই পারে দুর্নীতি মুক্ত দেশ গড়তে এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়তে, দুর্নীতি নির্মূলের বিকল্প নেই বিষয়ের উপর উপজেলার সানরাইজ কিন্ডারগার্টেন, পুজগাং মূখ উচ্চ বিদ্যালয়, পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়, পানছড়ি সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
ফাইনাল পর্যায়ে সানরাইজ কিন্ডারগার্টেন’কে পরাজিত করে পানছড়ি সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বিজয়ী হয়।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী প্রধান বক্তা ও বিজয়ী দলের মাঝে ক্রেষ্ট, সার্টিফিকেট ও পুরস্কার তুলে দেন।
এ সময় অন্যান্যদের মাঝে, পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসিম উদ্দীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অরুপ চাকমা, প্রাথমিক শিক্ষক ইন্সট্রাক্টর নুরুল করিম, চেঙ্গী সারিবালা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ কিরন চাকমা, উপজেলা দুর্নীতি দমন কমিশনের সাধারণ সম্পাদক মোঃ আবুল কাসেম, সদস্য রুপম ত্রিপুরা সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।