Breakingখাগড়াছড়িজাতীয়পার্বত্য অঞ্চলসারাদেশ

পানছড়িতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি:
খাগড়াছড়ির পানছড়িতে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

“দূর্ণীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা” প্রতিপাদ্যে ৯ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মাঠে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস  উপলক্ষে জাতীয় সংগীত এর সাথে পতাকা উত্তোলন, মানববন্ধন শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

 

সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মেঘবিন্দু চাকমা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথি দুর্নীতি প্রতিরোধে প্রশাসন ও জনগণের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন,‍ ” শুধু একটি দিন দুর্নীতি বিরোধী দিবস পালন করলেই দুর্নীতি নির্মূল সম্ভব নয়; এজন্য প্রয়োজন সমাজের প্রতিটি মানুষের সচেতনতা ও দায়িত্ববোধ। দুর্নীতিমুক্ত দেশ গড়তে তরুণরাই সবচেয়ে বড় শক্তি এবং পরিবার থেকেই সততার শিক্ষা গ্রহণের বিকল্প নেই।”

 

এ সময় অন্যান্য বক্তারা বলেন, দূর্ণীতি প্রতিরোধে সমাজে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হওয়া জরুরী এবং ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক মূল্যবোধ শেখানোর প্রতি গুরুত্ব আরোপ করতে হবে। দূর্নীতি প্রতিরোধে সকলকে সচেতন হওয়া সহ এগিয়ে আসার আহবান জানান

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌসী ওয়াহিদ,কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃ ইব্রাহিম খলিল, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ জাফর উল্যাহ, মৎস্য কর্মকর্তা প্রিয় কান্তি চাকমা, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা বড়ুয়া, উপজেলা জামায়াতে ইসলামি-র সভাপতি মোঃ জাকির হোসেন,বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটি-র সাধারণ সম্পাদক মোঃ আবুল কাসেম, উপজেলা প্রশাসনিক দপ্তর প্রধানগন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগন উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button