Breakingপার্বত্য অঞ্চলবান্দরবানসারাদেশ

পর্যটকদের ভ্রমনে বিরম্ভনা এড়াতে ওয়ান স্টপ সার্ভিস ব্যবস্থা গ্রহনের আহবান

চেঙ্গী দর্পন প্রতিবেদক, থানচি, বান্দরবান :
বান্দরবানের থানচি উপজেলার ছোট বড় সকল পর্যটনদের ভ্রমনের উপযোগী পর্যটন স্পট আমিয়া খুম,সাত ভাই খুম, বেলা খুম,সাফাহাঁ খুম,আন্দার মানিক সহ সকল পর্যটক ভ্রমনের সম্ভাবনা ময় স্পট এর দেশী বিদেশি পর্যটকদের ভ্রমনের উন্মুক্ত করার, পর্যটকদের শৃংঙ্খলা ক্ষেত্রে নাম ঠিকানা রেজিষ্ট্রশনের চতুর মূখি ব্যবস্থাকে পরিবর্তনের মাধ্যমে স্মাট পদ্ধতিতে এক মূখী (ওয়ান স্টপ) সার্ভিস বা এক কেন্দ্রে রেজিষ্ট্রেশন, সকল রেজিষ্ট্রেশন কাগজ পত্র কপি সরকারী ৪ প্রতিষ্ঠানে পৌছানো ব্যবস্থা গ্রহনের সময়ের দাবী হয়ে উঠেছে। বর্তমান ব্যবস্থা গুলি পর্যটক ও তার সংশ্লিষ্ঠরা অনেক বিরম্ভনা বলে মনে করেন।

প্রশাসন, জনপ্রতিনিধি, পর্যটন গাইড, বোট মালিক, মাঝি, রিসোর্ট মালিক, সুশিল সমাজ, সাংবাদিক,ও আইন শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনীদের সমন্বয়ে গোল টেবিল বৈঠকের মাধ্যমে পর্যটক ভ্রমনে বিভিন্ন সমস্যা সমাধানের ব্যবস্থা গ্রহন করার আহবান জানান।

থানচি উপজেলা ট্যুরিষ্ট গাইড কল্যান সমবায় সমিতি ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার ৩ রা মার্চ সকাল ১০টা ট্যুরিষ্ট গাইড কার্যালয় হয়ে জনগুরুত্ব পূর্ন থানচি বাজার ঘুড়ে এক শোভাযাত্রা উপজেলা মাল্টিপারপাশ হলে সমাবেশে বক্তরা উপরোক্ত কথা বলেন।

থানচি উপজেলা পর্যটক সংশ্লিষ্ঠ ট্যুরিষ্ট গাইড কল্যান সমবায় সমিতি লি: ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন উপলক্ষ্যে নানা আয়োজন মধ্যে র‌্যালী সমাবেশ,মধ্যহৃ ভোজন ও গাইডদের মিলন মেলা অনুষ্ঠিত হয়।

 

ট্যুরিষ্ট গাইড কল্যান সমবায় সমিতি লি: আন্তর্জাতিক যোগাযোগ বিষয়ক সম্পাদক চহ্লামং মারমা সঞ্চালনা সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ম্যানুওয়েল ত্রিপুরা ইমন সভাপতিত্ব করেন। এতে উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা প্রধান অতিথি, প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশে ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা, প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম, তিন্দু ইউপি চেয়ারম্যান ভাগ্য চন্দ্র ত্রিপুরা, মদু মৌজা হেডম্যান শিমন ত্রিপুরা, স্বাগত বক্তব্য রাখেন, সমিতি সহ সভাপতি লাল থান বম, সাধারন সম্পাদক মো: মামুনুর রশিদ, যুগ্ন সাধারন সম্পাদক ক্লেমেট ত্রিপুরা বিশিষ্ঠ ব্যবসায়ী পর্যটক প্রেমিক মোহাম্মদ হোসেন সহ পর্যটক সংশ্লিষ্ঠরা বক্তব্য রাখেন।

 

উল্লেখ্য গত ২০২১ সালে ৩রা মার্চ থানচি ট্যুরিষ্ট গাইড কল্যান সমবায় সমিতি লি স্থাপন করেন প্রতিষ্ঠার বার্ষিকীতে প্রায় ২৫০ জন গাইড (পথ প্রদর্শক)সহ পর্যটক প্রেমিরা স্বতস্ফুর্ত অংশ নেন।

Related Articles

Back to top button