সারাদেশ

নড়িয়ায় নিম্ন আয়ের পথচারীর মাঝে ইফতার বিতরণ করলেন এসিল্যান্ড

স্টাফ রিপোর্টার ,শরীয়তপুর:
সারাদিন রোজা রেখে ইফতারের উদ্দেশ্যে বাড়ির রাস্তা ধরছেন নিম্ন আয়ের কিছু মানুষজন। আর সেই রাস্তার ধারে দাঁড়িয়ে তাঁদের হাতে ইফতার তুলে দিচ্ছেন নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. পারভেজ। এমন বিনামূল্যে ইফতার পেয়ে খুশি হয়েছেন তারা।

 

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নিম্ন আয়ের মানুষের মাঝে ইফতার বিতরণ করার পরিকল্পনা নেয় নড়িয়া উপজেলা প্রশাসন। মঙ্গলবার বিকেল থেকে উপজেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ইফতার বিতরণ শুরু করা হয়। এসময় নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. পারভেজ নিজেই পথচারী, দিনমজুর, রিকশাচালকসহ নিম্ন আয়ের দুই শতাধিক লোকজনের হাতে খিচুড়ি, ডিম ও পানির বোতল তুলে দেন।

 

ইফতার পেয়ে অটোরিকশা চালক নূরুউদ্দিন শেখ বলেন, রমজানে আমাদের রোজগারের পরিমাণ একটু কমে যায়। বাজার থেকে আয়ের টাকা খরচ করে ইফতার কিনে নিতে হয়। আজ বাড়ি ফেরার পথে এসিল্যান্ড স্যার আমার হাতে ইফতার তুলে দিয়েছেন। আজ পকেটের টাকাটা বেঁচে গেলো।

রিকশা চালক জামাল বেপারী বলেন, রাস্তায় আমাদের হাতে এর আগে কেউ ইফতার তুলে দেয়নি। আজ এসিল্যান্ড স্যার আমাদের ইফতার দিয়েছেন। ইফতারের প্যাকেটে ডিম-খিচুড়ি ছিলো। তারা ইফতার না দিলে হয়তো আমাদের বাহির থেকে কিনে নিতে হতো। বিনামূল্যে ইফতার পেয়ে আমি খুব খুশি।

 

নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. পারভেজ বলেন, ইউএনও স্যারের নির্দেশ অনুযায়ী দুই শতাধিক নিম্ন আয়ের মানুষের মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে। আয়োজনটি আসলে দিনমজুর, রিকশাচালকসহ নিম্ন আয়ের মানুষের জন্য ছিলো। তাদের জন্য ডিম-খিচুড়ির ব্যবস্থা রাখা হয়েছিলো।

 

নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শংকর চন্দ্র বৈদ্য বলেন, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নিম্ন আয়ের মানুষের মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে। আমাদের এ কার্যক্রম পরবর্তীতেও অব্যাহত রাখা হবে।

Related Articles

Back to top button