Breakingঅপরাধসারাদেশ

নির্বাচনি নাশকতা নয় স্কুল কমিটির দ্বন্দ্বে অগ্নিসংযোগ : পুলিশ সুপার

চেঙ্গী দর্পন প্রতিবেদক, সোনাগাজি ,ফেনী :
ফেনীর সোনাগাজী উপজেলার চর সাহাভিকারী উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষে আগুন দেওয়ার ঘটনায় ওই বিদ্যালয়ের অফিস সহকারী আবু বক্কর (৩৬)কে গ্রেপ্তার করেছে পুলিশ। বিদ্যালয়টি জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র হওয়ায় সর্বত্র আলোচনায় ছিল এ ঘটনাটি।

 

তবে এ আগুনের বিষয়ে ভিন্ন তথ্য জানিয়েছে পুলিশ। শুক্রবার রাত ১১টায় প্রেস ব্রিফিংকালে সাংবাদিকদের ফেনীর পুলিশ সুপার (এসপি) জাকির হাসান জানান, ঘটনাটি নির্বাচনী নাশকতা নয়।

 

তিনি বলেন, বিদ্যালয়ের বরখাস্তকৃত প্রধান শিক্ষক জয়নাল আবদীন ও পরিচালনা কমিটির সভাপতি আবদুল হকের দ্বন্দ্বের জেরে অফিস সহকারী নিজেই অফিস কক্ষে আগুন দিয়েছেন। ঘটনাটি রাজনৈতিক খাতে প্রবাহিত করতেই তিনি ওই সময়কে বেছে নিয়েছেন তিনি। প্রয়োজনীয় কাগজপত্র নষ্ট করতে এ পথ বেছে নিয়েছিলেন।

 

এ বিষয়ে মামলার বাদী বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. খায়ের উল্লাহ বলেন, গ্রেপ্তারকৃত আবু বক্কর আগের দিন বিদ্যালয়ে পেট্রোল এনে লুকিয়ে রেখেছিলেন। পিয়ন বিদ্যালয়ের সভাপতি আব্দুল হকের পক্ষে সব সময় থেকে কাজ করতেন। স্কুল পরিচালনা কমিটির সদস্য নাজমুল হক জাহাঙ্গীর বলেন, মামলায় পরাজিত হয়ে সভাপতি আবদুল হক নিজের দোষত্রুটি ঢাকার জন্য নথিপত্র পুড়িয়েছে। প্রধান শিক্ষক ও সভাপতির দ্বন্দ্ব চলাকালে সবসময় অফিস সহকারি আবু বক্কর সভাপতির পক্ষে ছিলেন।

 

এর আগে শুক্রবার সকাল ৭টার দিকে চর সাহাভিকারী উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষে আগুন দেওয়া হয়। আগুনে বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনের আসবাবসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়। তবে আগুন লাগার আধা ঘণ্টার মধ্যেই ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

 

প্রেস ব্রিফিংকালে উপস্থিত ছিলেন, সোনাগাজী-দাগনভূঞা সার্কেলের সহকারী পুলিশ সুপার তাসলিম হোসেন, সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুদ্বীপ রায় পলাশ প্রমুখ। ওসি সুদ্বীপ রায় জানান, শনিবার বিকালে আবু বক্করকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। জিঙ্গাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হবে।

Related Articles

Back to top button