নাইক্ষ্যংছড়িতে শটগান-বন্দুকসহ অস্ত্র উদ্ধার
চেঙ্গী দর্পন প্রতিবেদক, নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়ন থেকে শটগান ও বন্দুকসহ ৯টি অস্ত্র উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (৭ জুন ২০২২) জেলা সদর থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে বাইশারী ইউনিয়নের নারিচবুনিয়া এলাকা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে একটি বিদেশি শটগান, ৫টি একনলা বন্দুক এবং ৩টি দেশীয় তৈরি পিস্তল রয়েছে।
বিজিবি জানায়, পাহাড়ে অবৈধ অস্ত্র মজুদ রয়েছে এমন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ির বিজিবি ১১ ব্যাটালিয়নের একটি অপারেশন দল নারিচবুনিয়া এলাকায় অভিযান চালায়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় ৯টি অস্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র নাইক্ষ্যংছড়ি থানায় জমা দিয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাহিদ হোসেন।