Breakingঅপরাধপার্বত্য অঞ্চলবান্দরবানসারাদেশ

নাইক্ষ্যংছড়িতে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক মহিলা আসামী গ্রেফতার

চেঙ্গী দর্পন প্রতিবেদক , নাইক্ষ্যংছড়ি(বান্দরবান) থেকে :: নাইক্ষ্যংছড়িতে মাদক মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী অং সাচিং মার্মাকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১৭ ফেব্রোয়ারী) সন্ধ্যায় তাকে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়ন থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মহিলা নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ছাদং পাড়ার মংহ্লা মার্মার স্ত্রী অং সাচিং মার্মা।


থানা পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় গোপন তথ্যের মাধ্যমে বাইশারী থানা পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (এস,আই) মো, এনামুল হক এর নির্দেশনায় ও সার্বিক তত্বাবধায়নে তদন্ত কেন্দ্রের উপ-পরির্দশক (এএসআই) মোঃ হোসেন মিয়া সঙ্গীয় একটি দলসহ বাইশারী এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার জিআর ৩৫৫/১৮ এর ০২ (দুই) বছরের সশ্রম কারাদন্ডে দন্ডিত আসামীকে গ্রেফতার করেন।

গ্রেফতাকৃত বিষয়টি সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো, আলমগীর হোসেন বলেন, মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামীকে গোপন সংবাদের ভিত্তিতে বাইশারী এলাকায় গ্রেফতার করা হয়। তাকে বৃহস্পতিবার সকালে বান্দরবান জেলা কারাগারে পাঠানো হবে।

Related Articles

Back to top button