Breakingঅপরাধচট্টগ্রাম অঞ্চলপার্বত্য অঞ্চলবান্দরবানশীর্ষ সংবাদসারাদেশ

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে তাজা গুলি উদ্ধার

চেঙ্গী দর্পন প্রতিবেদক, নাইক্ষ্যংছড়ি , বান্দরবান : জেলার নাইক্ষ্যংছড়িতে ১১ বিজিবি অভিযান চালিয়ে অবৈধ বন্দুকের তাজা গুলি উদ্ধার করেছে ।

রবিবার ৭ আগষ্ট দিবাগত রাত আনমানিক সাড়ে ১২টার সাড়ে দিকে উপজেলার দৌছড়ি সীমান্তের লেম্বুছড়ির খড়লম্বা এলাকায় অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় ২০ রাউন্ড তাজা বন্দুকের গুলি উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র জানান, গোপন সংবাদের আলোকে সীমান্তের খড় লম্বা এলাকা থেকে তরতাজা ২০ রাউন্ড দেশীয় বন্দুকের গুলি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। টহল টের পেয়ে সন্ত্রাসীরা পালাতে সক্ষম হয়েছে। এতে কাউকে আটক করা যায় নি।

৮ আগষ্ট ২০২২ সোমবার সকালে উদ্ধারকৃত বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন ১১ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল রেজাউল করিম। তিনি বলেন, সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার এবং চোরাচালান প্রতিরোধে আভিযানিক ব্যবস্থা এবং যে কোন ধরনের সন্ত্রাসী কার্যক্রম রোধে বিজিবির এ ধরনের কার্যক্রম ও তৎপরতা অব্যাহত থাকবে।

Related Articles

Back to top button