Breakingপার্বত্য অঞ্চলবান্দরবানসারাদেশ

নাইক্ষ্যংছড়িতে প্রথম চাক সম্মেলন অনুষ্ঠিত

চেঙ্গী দর্পন প্রতিবেদক, নাইক্ষ্যংছড়ি ,বান্দরবান  :
দেশের এক মাত্র নাইক্ষ্যংছড়িতে চাক সম্প্রদায়ের বসবাস। এই চাক সম্প্রদায়ের ছেলে-মেয়েরা শিক্ষা-দীক্ষায় অনেক এগিয়ে। শিক্ষার্থীদের সংগঠিত চাক ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশন কর্তৃক এ প্রথম চাক সম্মেলন সম্পন্ন হয়েছে।

 

২৮ এপ্রিল ২০২৩ শুক্রবার সকালে নাইক্ষ্যংছড়ি চাক হেডম্যান পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনে জেলা পরিষদ সদস্য ক্যানু ওয়ান চাক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথি বলেন, পার্বত্য চট্টগ্রামে শান্তির পায়রা উড়ছে সর্বত্র। দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানে আজ পাহাড়ের সব নৃ-গোষ্টি শান্তিতে আছে। পাহাড়ি বাঙ্গালী সম্প্রীতির বন্ধনে আজ বসবাস করছে। বিশেষ করে পার্বত্যাঞ্চলের নাইক্ষ্যংছড়ির এক মাত্র দুই ইউনিয়নে বসবাসরত চাক সম্প্রদায় আজ অনেক এগিয়ে। হয়ত চাকদের এ সম্মেলন হবে তাদের প্রথম আনুষ্ঠানিক জাতীয় সম্মলন। এতে তাদের নানা সুযোগ-সুবিধা,সমস্যা ও অধিকার নিয়ে তারা যা বলেছেন তার সবটুকু ক্রমান্বয়ে পুরণ করা হবে।

সম্মেলনে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন,বান্দরবাদের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোঃ সাইফুল ইসলাম, জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক মুজাম্মেল হক বাহাদুর, বান্দরবান জেলা আওয়ামীলীগের সদস্য ও নাইক্ষ্যংছড়ি ইউপি সদস্য তসলিম ইকবাল চৌধুরী,জেলা আওয়ামীলীগের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আবু তাহের কোম্পানি নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ শফি উল্লাহ, উপজেলা নির্বাহী অফিসার রুমেন শর্মা, নাইক্ষ্যংছড়ি অফিসার ইনচার্জ (ওসি) টান্টু সাহা, উপজেলা ভাইস চেয়ারম্যান মংহ্লা ওয়াই মারমা, মংছানু চাক,বাছাইচিং চাক,মাচা হ্লা চাক, শৈছালা চাক, ক্যউচিং চাক, চানো অং চাক, থোয়াই হ্লা চাক, খ্যইচিং অং চাক প্রমূখ।

প্রধান অতিথি বীর বাহাদুর এমপি সম্মেলনে যোগ দেওয়ার আগে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অধিনস্থ চাকঢালা প্রধান সড়ক হতে নতুন চাক পাড়া পর্যন্ত ৩ কোটি ২৫ লাখ টাকার প্রকল্পে রাস্তা নির্ন্মান ভিত্তি প্রস্তর ও ৬ লাখ টাকার প্রকল্পে চাক হেডম্যান পাড়া কালভার্টন সহ ড্রেইন উদ্বোধন করেন ।

Related Articles

Back to top button