Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলশিক্ষা / চিকিৎসাসারাদেশ

নতুন বই, নতুন বছর,স্বপ্ন বুকে নিয়ে পথচলা শুরু পাহাড়ের শিক্ষার্থীদের

স্টাফ রিপোর্টার ,খাগড়াছড়ি :
নতুন বছরের প্রথম দিনেই হাতে নতুন বই—এ যেন উৎসবে ভরা শিক্ষাঙ্গন।

 

বৃহস্পতিবার (০১ জানুয়ারি) সকাল থেকে খাগড়াছড়ি শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়, খাগড়াছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অ-আনুষ্ঠানিকভাবে নতুন বই বিতরণ করা হয়। বই হাতে পেয়ে শিক্ষার্থীদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।

 

মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী শুভ্রংশু চাকমা ও মংসানু মারমা বলেন, “আমি ক্লাস ওয়ান থেকে প্রথম হয়ে টুতে উঠেছি। নতুন বই পেয়েছি। খুব খুশি লাগছে।” তাদের মতো বেশিরভাগ শিক্ষার্থীই নতুন বই পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে।

 

শুধু শিক্ষার্থীরাই নয়, অভিভাবকরাও সন্তানদের হাতে নতুন বই দেখে সন্তুষ্টি প্রকাশ করেন এবং বর্তমান সরকার ও সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষিকাদের প্রতি কৃতজ্ঞতা জানান।

 

সকালে খাগড়াছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়, টিএনটি গেইট সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় ও খাগড়াছড়ি মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয় সরেজমিন ঘুরে দেখা গেছে, এ বছর শতভাগ নতুন বই বিতরণ করা হয়েছে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীরাও পেয়েছেন তাদের মাতৃভাষার বই।

 

শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ পারভিন জানান, “এবছরের জন্য বরাদ্দ সব বইই পেয়েছি, যার মধ্যে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাতৃভাষার বইও রয়েছে। ইতোমধ্যে প্রায় ৮০ শতাংশ বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে। বই পেয়ে তারা দারুণ উচ্ছ্বসিত।”

বর্তমান সরকারের লক্ষ্য—কোনো শিশু যেন শিক্ষার অধিকার থেকে বঞ্চিত না হয়। কারণ আজকের শিশুরাই আগামীর ভবিষ্যৎ; তারাই আগামী দিনে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Related Articles

Back to top button