Breakingঅপরাধচট্টগ্রাম অঞ্চলসারাদেশ

নগরীতে কুদ্দুস হত্যাকান্ডে গ্রেফতার ২

কুমিল্লা সদর প্রতিনিধি :
কুমিল্লায় শ্বশুর বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যার ঘটনায় মূল দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত ছুরিটি। গ্রেফতারকৃতরা হচ্ছে- কুমিল্লা শহরের শুভপুর এলাকার মৃত মালু মিয়ার পুত্র সোহাগ মিয়া (৩১) এবং একই এলাকার আলী হোসেনের পুত্র মামুন (৪২)।

 

শুক্রবার (২৬ মে) দুপুরে দুই আসামিকে গ্রেফতার করা হয়। শুক্রবার (২৬ মে) রাতে বিষয়টি গণমাধ্যকে নিশ্চিত করেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) খন্দকার আশফাকুজ্জামান। গ্রেফতার আসামিদের প্রাথমিক স্বীকারোক্তির বরাতে পুলিশ জানায়- খুন হওয়া আবদুল কুদ্দুসের কাছে ১০ হাজার টাকা পাওনা ছিলো প্রধান আসামি সোহাগ। সেই পাওনা টাকা নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে সোহাগের ছুরিকাঘাতে মারা যান আবদুল কুদ্দুস। জেলা ডিবি পুলিশের সহায়তায় তাদের গ্রেফতার করা হয়।

 

উল্লেখ্য গত বুধবার (২৪ মে) দিনগত রাত সাড়ে ৯ টার দিকে নগরীর টিক্কারচর এলাকায় শ্বশুরবাড়ি থেকে ডেকে এনে ছুরিকাঘাতে আবদুল কুদ্দুসকে (৩৫) হত্যা করা হয়। নিহত কুদ্দুস কুমিল্লা সদর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের আব্দুস সালামের ছেলে। তিনি সিএনজিচালিত অটোরিকশাচালক। তিন বছর বয়সী তার একটি কন্যা শিশু রয়েছে।

 

স্থানীয়রা জানায়, বুধবার সন্ধ্যায় কুদ্দুস কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থায় তার শ্বশুরবাড়িতে ছিলেন। এ সময় শুভপুরের সোহাগ নামের এক ছেলে শ্বশুরবাড়ি থেকে কুদ্দুসকে ডেকে আনে। পরে কুদ্দুস, সোহাগ ও সাগরসহ তিনজন দোকানে চা পান করতে করতে সোহাগ কুদ্দুসের কাছে তার পাওনা ১০ হাজার টাকা চায়। এ সময় কুদ্দুস সোহাগকে ২০০ টাকা দেয়। কিন্তু টাকার পরিমাণ কম হওয়ায় তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে সোহাগ তার সাথে থাকা ছুরি দিয়ে কুদ্দুসকে আঘাত করে। এরপর স্থানীয়রা কুদ্দুসকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পরে কর্তব্যরত চিকিৎসক কুদ্দুসকে মৃত ঘোষণা করেন।

Related Articles

Back to top button