Breakingচট্টগ্রাম অঞ্চলসারাদেশ

দ্বিতীয় বারের মতো দেশ সেরা চা পাতা চয়নকারী শ্রমিক ফটিকছড়ির জেসমিন

স্টাফ রিপোর্টার ,ফটিকছড়ি , চট্টগ্রাম :
টানা দ্বিতীয় বারের মতো দেশ সেরা চা পাতা চয়নকারী শ্রমিক হিসেবে দেশসেরা হয়েছেন ফটিকছড়ির নেপচুন চা বাগানের শ্রমিক জেসমিন আক্তার।

 

এক বছরে ৩৪ হাজার ৯৩৭ কেজি চা পাতা উত্তোলন করে এবারও জাতীয় চা দিবসে ‘শ্রেষ্ঠ চা পাতা চয়নকারী’র পুরষ্কার নেন ৫৮ বছর বয়সী এ নারী।

 

জানা গেছে,জেসমিন আকতার ১৬ বছর বয়স থেকে এ বাগানে শ্রমিক হিসেবে কাজ করছেন। তার পরিবারের বেশির ভাগ সদস্য চা শিল্পের সাথে সম্পৃক্ত। গত বছরও তিনি শ্রেষ্ঠ চা পাতা চয়নকারী হিসেবে ‘জাতীয় চা পুরষ্কার’ জিতেছিলেন।

 

বুধবার (২১মে ২০২৫) ঢাকার ওসমানি স্মৃতি মিলনায়তনে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দীনের উপস্থিতিতে জাতীয় চা দিবসের অনুষ্ঠানে এ পুরষ্কার গ্রহণ করেন। অনুষ্ঠানে মোট ১০টি ক্যাটাগরিতে ‘জাতীয় চা পুরষ্কার’ দেওয়া হয়।

 

এমএম ইস্পাহি গ্রুপের মালিকানাধীন নেপচুন চা বাগানের ব্যবস্থাপক (ভারপ্রাপ্ত)  মো. রিয়াজ উদ্দিন বলেন, আমাদের বাগানের শ্রমিক জেসমিন আক্তার দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ চা পাতা চয়নকারী হিসেবে এ পুরষ্কার জিতেছেন। সারাদেশের ১৬৮টি বাগানের শ্রমিকদের মধ্য থেকে তিনি দেশ সেরা।হযেছেন। এটা আমাদের জন্য গর্বের।

 

জানা গেছে দুই ছেলে ও এক মেয়ের জননী জেসমিন ৪২ বছর ধরে নেপচুন চা বাগানে কাজ করছেন। দ্বিতীয়বারের মতো পুরষ্কার পাওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, আমার পুরো পরিবার এই বাগানে কর্মরত আমি পুরষ্কার পাওয়ায় খুশি লাগছে।

Related Articles

Back to top button