Breakingপার্বত্য অঞ্চলবান্দরবানসারাদেশ

দুর্গম থাইক্ষ্যং পাড়ায় বম জনগোষ্ঠীকে চিকিৎসা সেবা ও মানবিক সহায়তা প্রদান করলো বাংলাদেশ সেনা বাহিনী

স্টাফ রিপোর্টার, বান্দরবানঃ
রুমা উপজেলার সুংসুং পাড়া সাব জোনের অন্তর্গত প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের অত্যন্ত দুর্গম এলাকা থাইক্ষ্যং পাড়ায় বম জনগোষ্ঠীর সাথে অধিনায়ক, ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এর মতবিনিময়সভা ও সারাদিনব্যাপী সেনাবাহিনীর পক্ষ থেকে মানবিক সহায়তা ও চিকিৎসা সেবা প্রদান করেছেন।

 

১৬ ইস্ট বেঙ্গলের অধীনে রুমা উপজেলার  সুংসুং পাড়া সাবজোনের দুর্গম পাহাড়ি অঞ্চলের বাসিন্দারা মূলত প্রকৃতির ওপর নির্ভরশীল। আধুনিক শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অন্যান্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত এই অঞ্চলের মানুষ। ৫ দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ সেনাবাহিনী তাদের বন্ধু হিসেবে যেকোনো দুর্যোগে পাশে থেকেছে। বান্দরবান জেলায় বিভিন্ন জাতি, বর্ণ ও ধর্মের মানুষের বসবাস, যার মধ্যে বম সম্প্রদায় অন্যতম প্রধান জনগোষ্ঠী।

 

১৫ই মার্চ‌ ২০২৫, সুংসুং পাড়া সাবজোনের অন্তর্গত অত্যন্ত দুর্গম এলাকা থাইক্ষ্যং পাড়ায় অধিনায়ক ১৬ ইস্ট বেঙ্গলের নেতৃত্বে সারাদিন ব্যাপী মানবিক সহায়তা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেঃ কর্নেল সরদার জুলকার নাঈন,বিএসপি,পিএসসি, অধিনায়ক দি ম্যাজেস্টিক টাইগার্স।

অন্যান্যদের মধ্যে সুংসুং পাড়া সাবজোনের  ক্যাম্প অধিনায়ক, মেজর মুহাম্মদ আরাফাত রোকনী, ১৬ ইস্ট বেঙ্গলের রেজিমেন্টাল মেডিকেল অফিসার ক্যাপ্টেন সালমান মেহেদী অংকন, বম পাড়ার কারবারি বৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মযাজক, শিক্ষক ও পাড়ার সদস্যগণসহ সর্বমোট ২০০ জন জন মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

 

মতবিনিময় কালে প্রধান অতিথি বলেন,পাড়ায় অনুপস্থিত বম জনগোষ্ঠীর প্রত্যাবাসনের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে বলেন, ফেরত আসা জনগোষ্ঠীর চাকুরীর ব্যবস্থা, আর্থিক সহযোগিতা এবং প্রয়োজনীয় খাবারের রসদ সরবরাহ ইত্যাদি ব্যাপারে বাংলাদেশ সেনাবাহিনীর প্রত্যক্ষ সহযোগিতা চালু আছে। স্থানীয় জনগণের জীবনযাত্রার মান ও সার্বিক উন্নয়নের জন্য শিক্ষাই একমাত্র মানদন্ড। পাড়ার সন্তান এবং যুব সমাজের মান-সম্মত শিক্ষা ব্যবস্থার জন্য সকল প্রকার প্রয়োজনে ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট পাশে থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।

এছাড়াও এই এলাকায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সেনাবাহিনীর ২৬ ইঞ্জিনিয়ার কন্সট্রাকশন ব্যাটালিয়নের ভূমিকা, এলাকায় সন্ত্রাস দমন এবং পর্যটক আসা সাপেক্ষে টুরিস্ট গাইড এর ব্যবহার এবং ধর্মীয় অনুষ্ঠানের সহায়তা সম্পর্কে আলোচনা করেন।

 

এ সময় থাইক্ষ্যং পাড়ায় ১৬ ইস্ট বেঙ্গলের রেজিমেন্টাল মেডিকেল অফিসার,‌ ক্যাপ্টেন সালমান মেহেদী অংকন এর তত্ত্বাবধানে সারাদিন ব্যাপী মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এই ক্যাম্পেইনে সর্বমোট ১২৭ জন বম জনগোষ্ঠী‌ চিকিৎসা সেবা গ্রহণ করেন।

 

দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ হতে ২০০ অধিক জনবলের এক বেলার উন্নত মানের খাবার পরিবেশন করা হয় । এছাড়াও  থাইক্ষ্যং পাড়া বাসি ৪০ জন দুস্থ বম সম্প্রদায়ের মাঝে জনপ্রতি চাল- ৫ কেজি,  চিনি- ২ কেজি, ডাল- ২ কেজি, লবন- ২ কেজি এবং তেল- ২.৫ লিটার প্রদান করা হয়।

Related Articles

Back to top button