Breakingঅপরাধখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

দীঘিনালায় দু’ইট ভাটায় ভ্রাম্যমান আদালতের জরিমানা

চেঙ্গী দর্পন প্রতিবেদক, দীঘিনালা, খাগড়াছড়ি :
দীঘিনালায় ২ ইট ভাটা বন্ধ ঘোষণা ও দেড় লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

 

হাইকোর্টের আদেশ ও জেলা প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে ইট ভাটার কার্যক্রম পরিচালনা করায় খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার পুলিন হেডম্যান পাড়ার এডিবি ইটভাটকে ১ লাখ টাকা ও মধ্য বোয়ালখালী এলাকার ফোরবিএম ইট ভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

১ ফেব্রুয়ারী ২০২৪ বৃহস্পতিবার দুপুরে হাইকোর্ট বিভাগের আদেশ বাস্তবায়ন এবং খাগড়াছড়ি জেলা প্রশাসকের নির্দেশক্রমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাসনাত খান ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন-২০১৩ এর বিধান মতে এ অভিযান পরিচালনা করেন।

 

দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ বলেন, মহামান্য হাইকোর্ট বিভাগের আদেশ বাস্তবায়ন ও জেলা প্রশাসকের নির্দেশক্রমে অভিযান পরিচালনা করা হয়। কৃষি জমির টপসয়েল ও গাছ পুড়ানোর কারনে  দায়ে দু’টি ভাটাকে জরিমানা করা হয়।

Related Articles

Back to top button