Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলরাজনীতিসারাদেশ

দীঘিনালায় অবরোধে কঠোর অবস্থানে ছিলো যৌথবাহিনী

চেঙ্গী দর্পন প্রতিবেদক, দীঘিনালা ,খাগড়াছড়ি :
বিএনপি ও জামায়েতে ইসলামী ডাকা তিন দিনের অবরোধের তৃতীয় দিন বৃহস্পতিবার আজ। অবরোধের তিন দিনে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা চোখে পড়েনি৷ নিরাপত্তা জোর ধারে কাজ করেছে সার্বক্ষনিক বিজিবি ও পুলিশের যৌথ বাহিনীর টহল টিম।

 

অবরোধের প্রথম দু’দিনের চাইতে ২রা নভেম্বর ২০২৩ ,বৃহস্পতিবার স্থানীয়ভাবে যানবাহন চলাচল বেশি ছিলো। উপজেলার গুরুত্বপূর্ণ জায়গা গুলোতে সারাক্ষণ অবস্থান করেছে পুলিশ। এ ছাড়াও পুলিশের পিকেট-১, পিকেট-২, মোবাইল-২, কিলো-২ দেখা নিরাপত্তা জোর ধারে কাজ করতে দেখা গিয়েছে।

 

এ-দিকে আজ টানা ৩ দিনের অবরোধে বিএনপি নেতাকর্মীদের সড়কে অবস্থান করতে দেখা যায় নি। বৃহস্পতিবার সকালে কিছু সংখ্যক নেতাকর্মী একত্রিত হলেও পুলিশের উপস্থিতি পেয়ে সরে যায়।

 

তিন দিনের অবরোধে সারাদেশের সাথে দূরপাল্লার সকল ধরনের যানবাহন বন্ধ ছিলো। এতে ভোগান্তিতে পড়েছেন পরিবহন যাত্রীরা।

 

দীঘিনালা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলী জানান, দেশব্যাপী চলমান অবরোধে সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিতকল্পে এবং দীঘিনালা থানা এলাকায় যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা রোধকল্পে সতর্ক ও শক্ত অবস্থানে ছিলো পুলিশ -বিজিবি ও প্রশাসন।।

Related Articles

Back to top button