Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলশিক্ষা / চিকিৎসাসারাদেশ

দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

ওসমান গনি, দীঘিনালা খাগড়াছড়ি : শান্তি ও সম্প্রীতি রক্ষা এবং আত্মমানবতার সেবায় বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে ধারাবাহিকভাবে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তার অংশ হিসেবে খাগড়াছড়ি দীঘিনালা জোনের ৪ বেংগলের ব্যবস্থাপনায় ৩নং কবাখালী ইউনিয়নের পাবলা খালি কৃপা পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশেপাশে দূর্গম পাহাড়ি সম্প্রদায়ের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।

 

 

৮ সেপ্টেম্বর  সোমবার সকালে পাবলা খালি কৃপাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এলাকার প্রায় ৩ শতাধিক পাহাড়ি সম্প্রদায়ের মানুষের মাঝে এ সেবা প্রদান করা হয়।

 

 

দীঘিনালা জোনের মেডিকেল অফিসার (আরএমও) মো. রাকিবুল হাসান রনি বলেন, “দীঘিনালা জোন কমান্ডার লে. কর্নেল মো. ওমর ফারুকের নির্দেশনায় দূর্গম এলাকায় মেডিকেল ক্যাম্পের মাধ্যমে গরীব ও অসহায় রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে। এ ধরনের সেবা অব্যাহত থাকবে।

 

মেডিকেল ক্যাম্পে মোট ৩ শতাধিক রোগীকে চিকিৎসা প্রদান করা হয়।

 

চিকিৎসা সেবা নিতে আসা চিত্র রানী চাকমা( ৬৫) বলেন আমার স্বামী সন্তান কেউ নেই অনেক দিন ধরে কোমরের ব্যথায় ভুগছি টাকার অভাবে চিকিৎসা করতে পারেনি আজকে সেনাবাহিনীর কাছ থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ওষুধ পেয়ে আমি অনেক আনন্দিত আমি সেনা বাহিনীকে অনেক আশীর্বাদ করি এই ধরনের মহৎ কাজ করার জন্য।

Related Articles

Back to top button