Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

দীঘিনালায় প্যানেল চেয়ারম্যানের অবহেলায় অসুস্থ হয়ে এক মহিলার মৃত্যু

চেঙ্গী দর্পন প্রতিবেদক, দীঘিনালা, খাগড়াছড়ি :
খাগড়াছড়ি দীঘিনালায় ১ নং মেরুং ইউনিয়ন পরিষদে ভিজিডির চালের জন্য দীর্ঘ অপেক্ষা করে অসুস্থ হয়ে মৃত্যু বরণ করেছেন আকলিমা আক্তার( ২৬)।

 

৫ জুন ২০২৫, বৃহস্পতিবার উপজেলার মেরুং ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই ঘটনা বলে ঘটে বলে দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার অমিত কুমার সাহা জানান।

 

মৃত আকলিমা আক্তার( ২৬ ) উপজেলা মদ্য বোয়ালখালী গ্রামের প্রবাসী রুহুল আমিনের স্ত্রী। তিনি এক সন্তানের জননী।

 

দীঘিনালা উপজেলা মহিলা দলের সভানেত্রী মুর্শিদা বেগম জানান ১ নং মেরুন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মিনা চাকমার অবহেলায় আকলিমা বেগমের মৃত্যু হয়েছে। সকাল দশটায় চাউল দেওয়ার কথা বলে সন্ধ্যায় জাল দেওয়া শুরু করে। প্রচন্ড গরমে দাঁড়িয়ে থাকতে থাকতে আকলিমা বেগম মাথা ঘুরে পড়ে যায় পরে দীঘিনালা সদর হাসপাতাল আনলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করে।

 

 

এ ব্যাপারে মেরুং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মীনা চাকমা বলেন আজকে মেরুং বাজারে সাপ্তাহিক হাটের দিন ছিল। খাদ্য গুদাম থেকে ট্রাকে করে ভিজিডির চাল নিয়ে আসতে দেরি হয়।এই সময় অসুস্থ হয়ে আকলিমার মৃত্যু হয়।

 

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আকলিমার পরিবারকে বিশ হাজার টাকা সহায়তা দেওয়া হবে বলে জানান ইউএনও অমিত কুমার সাহা।

Related Articles

Back to top button