Breakingখাগড়াছড়িরাজনীতিসারাদেশ

দিঘীনালায় সরকারের সু্বিধাভোগীদের নিয়ে জনসমাবেশ

চেঙ্গী দর্পন প্রতিবেদক, দিঘীনালা , খাগড়াছড়ি  :
পার্বত্য খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় সরকারের বিভিন্ন দপ্তর হতে সামাজিক নিরাপত্তার আওতায় সুবিধা প্রাপ্ত উপকারভোগীদের নিয়ে সমাবেশ করেছে, দীঘিনালা উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন ।

 

১২ অক্টোবর ২০২৩, বৃহস্পতিবার দুপুরে দীঘিনালার মাইনি ভেলী মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা চেয়ারম্যান মোঃ কাশেমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্ক ফোর্সের চেয়াম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি উপস্থিত ছিলেন।

 

অন্যান্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য কল্যান মিত্র বড়ুয়া, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এড. আশুতোষ চাকমা, মহিলা বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য শতরূপা চাকমা , জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার সহ জেলা, উপজেলার আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সামাজিক নিরাপত্তার আওতায় সু্বিধাভোগীরা উপস্থিত ছিলেন।

 

সমাবেশে বক্তারা বলেন, সারা দেশের ন্যায়, খাগড়াছড়িতেও শিক্ষা, সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্য ও তথ্য প্রযুক্তি খাতে সরকার ধারাবাহিক প্রনোদনা প্রদান অব্যহত রেখেছে। শেখ হাসিনা সরকারের সময়ে কোন মানুষ গৃহহীন থাকবেন না। গৃহহীনদের ঘর দেয়া হয়েছে। দেশ স্বাধীন করেছেন মুক্তি যোদ্ধারা, তাদের কোন সরকার মূল্যায়ন করেনি। একমাত্র শেখ হাসিনা সরকার তাদের মূল্যায়ন করেছেন। দেশ এগিয়ে যাচ্ছে , দেশকে এগিয়ে নেয়ার জন্য আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আবারও নৌকায় ভোট চান বক্তারা।

Related Articles

Back to top button