চেঙ্গী দর্পন প্রতিবেদক,দাউদকান্দি ,কুমিল্লা :
কুমিল্লার দাউদকান্দিতে ২০২৩-২৪ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৩ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে।
২৮ নভেম্বর ২০২৩ মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে কৃষকদের হাতে প্রণোদনার বীজ ও সার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিনুল হাসান ।
এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তাসহ সুবিধাভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা নিগার সুলতানা জানান, ২০২৩-২৪ অর্থ বছরের রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১৫ টি ইউনিয়ন ও পৌরসভার ৩ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উচ্চ ফলনশীল ধান বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপিসহ জনপ্রতি ২০ কেজি করে রাসায়নিক সার বিতরণ করা হয়েছে ।