Breakingপার্বত্য অঞ্চলবান্দরবানশিক্ষা / চিকিৎসাসারাদেশ

থানচির দুর্গম এলাকায় নতুন প্রাথমিক বিদ্যালয় স্থাপন করেছে ৫৭ বিজিবি

চেঙ্গী দর্পন প্রতিবেদক, আলীকদম, বান্দরবান  :
বান্দরবান জেলার থানচির রেমাক্রি ইউনিয়নের ত্রীমতি কারবারী পাড়া এলাকায় ‘ওয়াংরাই পাড়া বিজিবি প্রাথমিক বিদ্যালয়’ স্থাপন করেছে আলীকদম ব্যাটালিয়ান (৫৭ বিজিবি)। এর ফলে সেখানকার পাঁচটি ক্ষুদ্র নৃগোষ্ঠী পাড়ার ৪২ পরিবারের শিশুরা প্রাতিষ্ঠানিক শিক্ষায় আওতায় এসেছে বলে জানিয়েছেন ৫৭ বিজিবি-র দায়িত্বশীল সূত্র।

 

জানা গেছে, থানচির দুর্গম ত্রীমতি পাড়া এলাকায় প্রাথমিক বিদ্যালয় না থাকায় শিক্ষার্থীরা বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছিল। এ অবস্থায় ৫৭ বিজিবি’র আর্থিক সহায়তায় স্থানীয় কারবারী ও জনসাধারণ ত্রীমতি কারবারী পাড়ায় প্রাথমিক বিদ্যালয় স্থাপনে এগিয়ে আসেন। গত ২ মে আলীকদম ব্যাটালিয়নের (৫৭ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল আব্দুল্লাহ আল মেহেদী পতাকা উত্তোলনের মাধ্যমে এ বিদ্যালয়টির একাডেমিক কার্যক্রম উদ্ভোধন করেন। এ সময় তিনি ২৫ জন ছাত্রছাত্রীর মাঝে প্রাথমিক শিক্ষার বই, শিক্ষা সহায়ক সামগ্রী, বিস্কুট ও চকলেট বিতরণ করেছেন।

 

এদিকে, স্থানীয় সেখানকার পরিবার গুলোর মাঝে মশারি বিতরণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের আবেদনের প্রেক্ষিতে এককালীন আর্থিক অনুদান প্রদান করা হয়।

 

আলীকদম ব্যাটালিয়নের (৫৭ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল আব্দুল্লাহ আল মেহেদী জানান, দূর্গম সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় একমাত্র ভরসার প্রতীক হিসেবে ‘বিজিবি’ সর্বদা পাশে রয়েছে। আস্থার সাথে সীমান্ত রক্ষার পাশাপাশি মানবিক কাজ করছে বিজিবি। এ জাতীয় কর্মকাণ্ড পার্বত্য এলাকায় দায়িত্বরত বিজিবি এবং বসবাসরত পাহাড়ি-বাঙালীর মাঝে পারস্পরিক সু-সম্পর্ক, শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের বন্ধনকে আরও সুদৃঢ় করবে।

Related Articles

Back to top button