Breakingপার্বত্য অঞ্চলবান্দরবানসারাদেশ

থানচিতে সেনাবাহিনীর মতবিনিময় ও সাহায্য প্রদান

স্টাফ রিপোর্টার ,থানচি, বান্দরবান :
জেলার থানচিতে বাকলাইপাড়া সাব জোনের অন্তর্গত সকল বম সম্প্রদায়ের সাথে সেনাবাহিনী মতবিনিময় ও অসহদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

 

৬ মার্চ ২০২৫, বৃহস্পতিবার স্থানীয় জনগণের সার্বিক উন্নয়নে বম পাড়ার কারবারি সহ বিভিন্ন পাড়ার সদস্যদের সাথে মতবিনিময় করেন দি ম্যাজিস্ট্রেট টাইগারস এর অধিনায়ক লেঃ কর্নেল জুলকার নাঈন, বিএসপি, পিএসসি। এ সময় বম সম্প্রদায়ের মাঝে খাদ্য এবং পানির সমস্যা নিরসনে ৭৭ জনের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ও একটি ওয়াটার রিজার্ভারের ভিত্তি প্রস্থর উদ্বোধন করেন।

 

বাকলাইপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জয়রাম বম বলেন, আমরা নিজ ঘরে ফিরতে পেরে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞ। দীর্ঘদিন পাড়ায় লোকজন না থাকায় চাষাবাদ হয়নি। প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সহায়তা বাকলাই পাড়া আর্মি ক্যাম্প থেকে পাচ্ছি। সেনাবাহিনী আমাদের পাশে থাকলে বাকলাই পাড়াকে আগের মত করে গড়ে তোলা সম্ভব।মতবিনিময় কালে প্রধান অতিথি লেঃ কর্নেল জুলকার নাঈন বলেন,প্রাকৃতিক নৈসর্গ,জনবৈচিত্র ও বৈচিত্রময় সংস্কৃতিতে সমৃদ্ধ আমাদের এই সম্প্রীতির বান্দরবান। বান্দরবান পার্বত্য জেলার পাহাড়ী দূর্গম এলাকা হলেও প্রাকৃতিক সম্পদ সমৃদ্ধ এবং পর্যটন শিল্প বিকাশের অপার সম্ভাবনা থাকায় এটি বাংলাদশের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা।পাহাড়ে বসবাসরত বিভিন্ন জাতি গোষ্ঠীর শিক্ষার সম্প্রসারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় জনগণের জীবন যাত্রার মান এবং সার্বিক উন্নয়নের জন্য শিক্ষার কোন বিকল্প নেই, পাড়ার সন্তান এবং যুবসমাজ এর মান সম্মত শিক্ষা ব্যবস্থার জন্য সকল প্রকার প্রয়োজনে ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট পাশে থাকবে।

 

যুব সমাজ এর বিকাশ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, পার্বত্য চট্টগ্রাম সন্ত্রাসবাদ নিরসনে বম জনগোষ্ঠীদের ভুমিকা, এলাকায় চাঁদাবাজী ও সন্ত্রাসী কার্যক্রমে পদক্ষেপ, পর্যটকদের আগমন এবং টুরিস্ট গাইড হিসাবে ব্যবহার, দায়িত্বপূর্ণ এলাকার এনজিও সংস্থা সমূহের কার্যক্রম, ধর্মীয় অনুষ্ঠান সহায়তা বিষয়ক কথা উঠে আসে। একই সাথে সন্ত্রাসী কর্মকান্ড ও সকল ধরণের রাষ্ট্রবিরোধী অপপ্রচারের বিরুদ্ধে স্থানীয়দের সতর্ক থাকার আহবান জানানো হয়।

 

মতবিনিময় কালে প্রাতাপাড়ার কারবারি পাকত্লিং বম বাকলাই পাড়া সাবজোনের অন্তর্গত বম পাড়ার কারবারি বৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মযাজক, শিক্ষক ও পাড়ার সদস্যগণ উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button