থানচিতে ভ্রাম্যমান আদালতে জরিমানা
চেঙ্গী দর্পন প্রতিবেদক, থানচি, বান্দরবান :
বান্দরবানে থানচিতে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন অজুহাতের বাজারে সিন্ডিকেট মাধ্যমে হঠাৎ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য হঠাৎ বৃদ্ধি করেন। ২/৩ দিন ধরে চাল, ডাল, লবন, তৈল, গ্যাস সিলিন্ডার সহ নানান দ্রব্য উপর মূল্য বৃদ্ধি করেন ঔ সিন্ডিকেট ব্যবসায়ীরা ।
১২ আগস্ট ২০২৩, শনিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহি অফিসার মুহা: আবুল মনসুর বাজারের ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
গ্যাস সিলিন্ডার বিক্রেতা রাজিব সওদাগর দোকানে গ্যাস সিলিন্ডার ক্রয় করতে গেলে গ্যাস সিলিন্ডার মজুদ নেই বলে। তাৎক্ষনিক রাজিবের গুদামের প্রবেশ করে প্রচুর পরিমান গ্যাস সিলিন্ডার মজুদ করা আছে দেখে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ধারা ৪০ হাজার টাকা জরিমানা করেন।
উপজেলা নির্বাহী অফিসার মুহা: আবুল মনসুর বলেন, ১২ দিন যাবৎ ভারী বর্ষন অভ্যন্তরীন সহ জেলা শহর থেকে উপজেলা সদরে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বিদ্যুৎ সংযোগ, নেটওয়ার্ক সহ নানান ভাবে বিচ্ছিন্ন থাকায় বাজারে ব্যবসায়ীরা বর্ষনের আগে আনা নিত্য প্রয়োজনীয় মালামালের উপর মূল্য বৃদ্ধি করেন। এ ছাড়া একটি সিন্ডকেট তৈরী করে মালামাল সংকট সৃস্টি করার পাযতারা চালাছে বলে বিভিন্নজন অভিযোগ করেন। অভিযোগটি সত্য মিথ্যা যাচাই বাছাই করে দেখলাম ঘটনার সত্যতা পাওয়া যায়। ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।