Breakingপার্বত্য অঞ্চলবান্দরবানসারাদেশ

থানচিতে ভোটের আগেই সোলার আলো ও শৌচাগার স্থাপনের সিদ্ধান্ত

বিদ্যুৎহীন ৮ ভোটকেন্দ্র

নিজস্ব সংবাদদাতা,বান্দরবান:
বান্দরবানের দুর্গম থানচি উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বিদ্যুৎহীন ভোটকেন্দ্র। উপজেলার মোট ১৪টি ভোটকেন্দ্রের মধ্যে ৮টিতেই নেই বিদ্যুৎ সংযোগ। পরিস্থিতি মোকাবেলায় ভোটগ্রহণের আগেই ওই সব কেন্দ্রে সোলার প্যানেলের মাধ্যমে আলোর ব্যবস্থা এবং প্রয়োজনীয় শৌচাগার স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন।

 

বুধবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এসব তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ আল-ফয়সাল।

 

সভায় ইউএনও জানান, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করতে বিদ্যুৎবিহীন কেন্দ্রগুলোতে জরুরি ভিত্তিতে সোলার আলো স্থাপন করা হবে। একই সঙ্গে প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদের কাজের সুবিধার্থে অস্থায়ী শৌচাগার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

 

সভায় বক্তারা বলেন, দুর্গম ভোটকেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদার, যোগাযোগ ব্যবস্থা সচল রাখা এবং অবকাঠামোগত ঘাটতি দ্রুত পূরণে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, বিজিবি ও প্রশাসনের মধ্যে সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

 

সভায় উপস্থিত ছিলেন থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার, বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার জাকির হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস কে জহিরুল হক, স্থানীয় সরকার প্রকৌশলী মো. আবদুল হানিফ, পিআইও মসফিকুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. পারভেজ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।

 

সভায় ভোটের দিন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকল পক্ষের সম্মিলিত সহযোগিতার আহ্বান জানানো হয়।

Related Articles

Back to top button