Breakingপার্বত্য অঞ্চলবান্দরবানরাজনীতিসারাদেশ

থানচিতে ফ্যাসিবাদের কার্যালয়ের বঙ্গবন্ধু নাম ৭ দিনের উঠিয়ে দেয়ার আহবান বিএনপির

স্টাফ রিপোর্টার ,বান্দরবান:
“৫ আগস্ট আমাদের গণতান্ত্রিক আন্দোলনের এক গৌরবময় দিন। এই দিনে ছাত্র ও জনতা রাজপথে নেমে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে প্রতিবাদের যে সুর তুলেছিল, তা দেশব্যাপী গণজাগরণে রূপ নিয়েছিল। আওয়ামী সরকারের অপশাসন, দমন-পীড়ন, ভোট ডাকাতি ও বাক স্বাধীনতার দমন নীতির বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীরা জীবন বাজি রেখে আন্দোলন চালিয়েছে। দেশের তরুণ সমাজ, ছাত্র-যুবক, পেশাজীবী সকলেই এই দুঃশাসনের অবসান ঘটিয়েছেন। আমাদের এই বিজয় র‍্যালি শুধু উৎসব নয়, এটি হচ্ছে গণতন্ত্রের জন্য এক নতুন শপথ। আমরা বিশ্বাস করি, এই ফ্যাসিস্ট সরকার পতনের ফলে একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।আগামীতে। এ সময় সারা দেশের সকল ঘুম, খুন, হত্যা এবং জুলাই অভ্যর্থনে শহীদদের হত্যার বিচারের জোরালো দাবিসহ থানচি উপজেলার আওয়ামী লীগের কার্যালয়ের এখন ও বঙ্গবন্ধু নামের মাইল ফলক রয়েছে তা আগামি ৭ দিনের মধ্যে প্রশাসন উঠাই না দিলে বিএনপি কর্মীরা মুছে ফেলা হবে।

 

জুলাই গণঅভ্যুত্থানের বছর পুর্তি উপলক্ষ্যে বিজয় র‍্যালী ও পথসভা বিএনপি নেতারা এ দাবী করেন।

 

২০২৪ সালে ৫ই আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষ্যে মঙ্গলবার ৫ আগস্ট সকাল ৯টা বান্দরবানের থানচি উপজেলা বিজয় র‍্যালি উদযাপন ও সমাবেশ করেন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতারা।

 

বিজয় র‍্যালী থানচি বাজার,বাস স্টেশণ,উপজেলা পরিষদ এলাকার শেষ করে ডিসকভারী হোটেল প্রাঙ্গনের পথসভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক ও দৈনিক সচিত্র মৈত্রীর সম্পাদক অধ্যাপক ওসমান গণি।

 

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ নিজাম উদ্দিন চৌধুরী সভাপতিত্বে অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন, বান্দরবান জেলা পরিষদের সদস্য বিএনপি সাবেক সভাপতি খামলাই ম্রো,বিএনপি বান্দরবান জেলা সদস্য মংএ নু মারমা, সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ আবু নোমান, উপজেলা বিএনপির সদস্য আবু শামা,যুব দলের সভাপতি মংসিংহাই মারমা,সম্পাদক হাঁকুরাম ত্রিপুরা, কৃষক দলের আহবায়ক মংসাগ্য মারমা,স্বেচ্ছা সেবক দলে সভাপতি জওয়াইপ্রু মারমাসহ অনেকে।

Related Articles

Back to top button