
স্টাফ রিপোর্টার ,বান্দরবান :
বান্দরবানের থানচি উপজেলা প্রবারণা বা আশ্বীনি পুর্নিমা উদযাপন উপলক্ষে ১৩ তম ফুটবল টুর্নামেন্ট উপজেলা মিনি স্টেডিয়ামের অনুষ্ঠিত হয়েছে।
২৬ সেপ্টেম্বর ২০২৫ , শুক্রবার বিকাল ৩ টা ফানুষ উড়িয়ে শুভ উদ্বোধন করেন সাবেক ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা, ও আগত অতিথিরা চলমান টুর্নামেন্টের ২০টি দল অংশগ্রহণ করেন। আগামি ৫ অক্টোবর ফাইনেল খেলা একই স্টেডিয়ামের অনুষ্ঠিত হবে।
প্রথম দিনের হিল টাইগার্স এফসি একাদশ বনাম থানচি সরকারী উচ্চ বিদ্যালয় একাদশ ফুটবল দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। হিল টাইগার্স এফসি একাদশ দলকে ০৩ গোলে হারিয়ে থানচি সরকারী উচ্চ বিদ্যালয় একাদশ ফুটবল দল জয় লাভ করেছে।
প্রবারণা আশ্বীনি পুর্নিমা উদযাপন কমিটি এর আয়োজন করেন। কমিটির সভাপতি খেমংথুই মাস্টার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, থানচি প্রেসক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা, কৃষক দলের আহবাযক মংসাগ্য মারমা, বিএনপি তিন্দু ইউনিয়নের সাবেক সভাপতি শৈবাথোয়াই মারমা, সদর ইউপি মেম্বার হ্লাচিং মারমা, মেখয় মারমা, শৈখ্যাইঅং মারমা প্রমূখ।
উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি খেমংথুই মাস্টার বলেন, আজকাল গ্রামে এলাকার এসব জনপ্রিয় ফুটবল খেলা দিন দিন হারিয়ে যেতে বসেছে । যুব সমাজ মোবাইল নিয়ে ব্যস্ততম সময় কাটায়। সে দিকে চিন্তা করে আমরা প্রবারণা বা আশ্বীনি পুর্নিমা অনুষ্ঠানকে সামনে রেখে একটি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে। যাতে যুব সমাজ অন্তত কিছুটা হলেও খেলার দিকে মনোযোগ দেন। এসময় অনুষ্ঠানে স্থানীয় এলাকার জনপ্রতিনিধি ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।