Breakingপার্বত্য অঞ্চলবান্দরবান

থানচিতে পরিবেশ সুরক্ষা করনীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, থানচি, বান্দরবান : 
বান্দরবানের থানচি উপজেলা দুর্গম পাহাড়ে পরিবেশ সুরক্ষা বিষয়ক করনীয় শীর্ষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

১৯ মার্চ ২০২৫, বুধবার সকালে উপজেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালা প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল।

 

স্বেচ্ছা সেবী সংগঠন কারিতাস বাংলাদেশ’র চট্টগ্রাম অঞ্চলের সিপি পিএইপি- ২ পেপ  প্রকল্পের আওতায় এর আয়োজন করেন।

 

কারিতাস চট্টগ্রাম অঞ্চলের পেপ প্রকল্পের জুনিয়র কর্মসূচী কর্মকর্তা  মো: ফরহাদ আজিম সঞ্চালনায়
একই প্রকল্পের এরিয়া কো- অর্ডিনেটর ও কর্মসূচী কর্সকর্তা রেমন আসামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালা অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন।

 

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: জহির উদ্দিন , উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিশ্বজিত দাশ গুপ্ত, প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম, সত্য মনি ত্রিপুরা, সিপিপি পিএইপি- ২ পেপ প্রকল্পের থানচি উপজেলার মাঠ কর্মকর্তা হাঁদি চন্দ্র ত্রিপুরা, মাঠ সহায়ক নুম্রাউ মারমা,কর্মশালা সরকারী বেসরকারী কর্মকর্তা সহ শতাধিক নর- নারী স্বতস্ফুর্ত অংশ গ্রহণ করবেন।

কর্মশালায় সঞ্চালক  মো: ফরহাদ আজিম কারিতাস চট্টগ্রাম অঞ্চলের তত্ত্বাবধানের থানচি উপজেলার  বাস্তবায়িত প্রকল্পের উপকার ভোগীদের সফলতা, প্রকল্পের কাজের ধারণ,বার্ষিক কর্মপন্থা গুলি ভিডিও স্লাইস মাধ্যমে উপস্থাপন করেন।

 

এছাড়াও  বক্তাদের অভিমত প্লাস্টিক বোটল জাতীয়, পলিথিন ব্যাগ বর্জন, পাহাড়ে অপ্রয়োজনীয় গাছ কাটা থেকে বিরত থাকার, পাথর, বালির উক্তোলন  না করার,  যেখানে সেখানে ময়লা অবর্জনা ফেলানো না, পরিবেশ সুরক্ষায় যাবতীয় কর্মকান্ড বাস্তবায়ন করার সিদ্ধান্ত হয়।

Related Articles

Back to top button