থানচিতে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ২ হাজার ৩৪ পরিবার ভিজিএফ এর চাউল পেলো

স্টাফ রিপোর্টার ,থানচি,বান্দরবান :
বান্দরবানের থানচি উপজেলার সদর ইউনিয়নের সামাজিক নিরাপত্তা কর্মসূচী আওতায় দুঃস্থ অসহায়, অতিদরিদ্র, দুর্যোগের ক্ষতিগ্রস্ত খয়রাতি হিসেবে ২ হাজার ৩৪ পরিবার পেল পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে ভিজিএফ চাউল পেলো।
শনিবার ১৫ মার্চ সকালের উপজেলার সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনের বিতরন কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধান করেন উপজেলার ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মসফিকুর রহমান।
ত্রাণ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, জাতীয় দুর্যোগ মন্ত্রনালয়,উপজেলা প্রশাসন যৌথ সমন্বয়ের বরাদ্ধের অনুকুলে থানচি সদর ইউনিয়ন পরিষদ বাস্তবায়নের এ সব চাউল বিতরন করা হয়েছে।
বিতরনে সময় ইউপি চেয়ারম্যান অংপ্রু ম্রো ,উপজেলার প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম, সমাজ সেবা অধিদপ্তরের সুপারভাইজার মো: আমিন উল্লাহ, ইউপি সচীব চমংউ মারমা , ইউপি মহিলা মেম্বার হ্লাহ্লায়ি মারমা, নুচিংপ্রু মারমা,রিংকো ম্রো, ডেভিট ত্রিপুরা,মেখয় মারমা প্রমূখ উপস্থিত ছিলেন।