Breakingপার্বত্য অঞ্চলবান্দরবানশীর্ষ সংবাদসারাদেশ

থানচিতে নিয়ন্ত্রন হারিয়ে জীপ পাহাড়ের খাদে

চেঙ্গী দর্পন প্রতিবেদক, থানচি, বান্দরবান :
থানচি লিটক্রে সড়কের ৪ যাত্রীসহ কলা বোঝাই জীপ চালক গাড়ি নিয়ন্ত্রন হাড়িয়ে পাহাড়ে গভীর খাদে উল্টে পড়ে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে বলে জানা যায়।

 

৫ জানুয়যারী ২০২৩ বৃহস্পতিবার দুপুরে লট নং ৬১ একটি জীপ (চাঁদের গাড়ি) থানচি লিটক্রে সড়কের কলা বোঝাই করে ৪ যাত্রীসহ ৫ কিলোমিটার তমাতুঙ্গি কাছাকাছি স্থানে পৌছলে বেপরোয়া চালক গাড়ি নিয়ন্ত্রন হাড়িয়ে পাহাড়ে গভীর খাদে উল্টে পড়ে যায়। এসময় গাড়ি চালক যাত্রীসহ গুরুত্ব আহত হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে থানচি সদর স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। প্রাথমিকভাবে চিকিৎসা শেষে ৪ জন যাত্রীকে ছেড়ে দেয়া হয়। চালক গুরুতর আহত হলে চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) স্থানান্তর করা হয়েছে। আহত চালক শিবু দাস (৩৫) বান্দরবান জেলা সদর এলাকা বাগমারা পাড়া বাসিন্দা মিলন দাসের সন্তান বলে জানা যায়।

 

থানচি স্বাস্থ্য কমপ্লেক্স কর্তব্যরত চিকিৎসক ডা: রায়হান কাদের জানান, বেলা তিনটা দিকে মুমুর্ষ গাড়ি চালক শিবু দাশ কে উন্নত চিকিৎসার জন্য প্রথমে বান্দরবান পরে চট্টগ্রাম মেডিকেল কলেজের স্থানান্তর করা হয়েছে।

 

থানচি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইমন্দাদুল হক জানান, আজ বেলা আড়াই টা সড়ক দুর্ঘটনা হয়েছে। তবে বেপরোয়া গাড়ি চালানোর ফলে এবং লক্কর ঝক্কর চাঁন্দের গাড়ি গুলি বেশিভাগ দুর্ঘটনা কবলিত হয়। শ্রীঘ্রই দুর্ঘটনা এড়াতে আইনের আওতায় আনার ব্যবস্থা গ্রহন করা হবে ।

Related Articles

Back to top button