Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

তথ্য মেলা উপলক্ষ্যে সংবাদ সম্মেলন করেছে খাগড়াছড়ি সনাক

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি :
“তথ্যই শক্তি, জানবো জানাবো, দুর্নীতি রুখবো” প্রতিপাদ্যে ২৭ নভেম্বর তথ্য মেলা ২০২৪ আয়োজনের প্রস্তুতি বিষয়ে সচেতন নাগরিক কমিটি (সনাক) সংবাদ সম্মেলন করেছে।

 

২৬ নভেম্বর ২০২৪, মঙ্গলবার সকালে খাগড়াছড়ি জেলা শহরের সুইচ গেইট সংলগ্ন সনাক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তথ্য মেলার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন টিআইবি-চট্টগ্রাম ক্লাস্টারের কো-অর্ডিনেটর জসীম উদ্দিন এবং মেলার বিস্তারিত তুলে ধরেন সনাক সদস্য মধুমঙ্গল চাকমা।

 

 

সংবাদ সম্মেলনে সনাকের সদস্য অংসুই মারমা, খাগড়াছড়ি প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও সনাক সদস্য মোঃ জহুরুল আলম, টিআইবি-খাগড়াছড়ির কো-অর্ডিনেটর মোঃ আব্দুর রহমান সহ সনাকের এসিজি এবং ইয়েস সদস্যগন উপস্থিত ছিলেন।

 

জানা যায় ,তথ্য মেলা ২০২৪-এর প্রধান অতিথি হিসেবে খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সনাকের সহ-সভাপতি বেলা রানী দাশ। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাবের এবং পৌরসভার প্রশাসক নাজমুন আরা সুলতানা।

 

তথ্য মেলার কর্মসূচির মধ্যে রয়েছে, সকাল ৯ টায় র‍্যালি, ৯টা ৩০- মেলা উদ্বোধন, ৯টা ৪৫- এ তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক আলোচনা সভা , সকাল ১০টা ৪৫ -এ স্বাস্থ্যসেবা নিয়ে আলোচনা সভা, দুপুর ১২টায় স্যাটেলাইট ক্যাম্প ও কুইজ প্রতিযোগিতা, দুপুর ১টা ৪৫ এ সরকারি সেবায় নাগরিক উদ্বুদ্ধকরণ, বিকাল ২টা ৪৫ -এ যুব উন্নয়ন কার্যক্রম উপস্থাপন, অবশেষে বিকাল ৩টা ৪৫ মিনিটে সাংস্কৃতিক অনুষ্ঠান,পুরস্কার বিতরণ ও সমাপনী তথ্য মেলা ২০২৪-এর মাধ্যমে জনগণের মাঝে তথ্য অধিকার ও সেবার প্রতি সচেতনতা বৃদ্ধি করা এবং দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলনকে ত্বরান্বিত করার আহ্বান জানাবেন আয়োজকরা।

Related Articles

Back to top button