খাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

ঠাকুরছড়া বৈসু উদযাপন কমিটি’র উদ্যোগে ত্রিপুরাদের ঐতিহ্যবাহী খেলাধুলা শুরু

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
ত্রিপুরা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বৈসু উদযাপন উপলক্ষ্যে খাগড়াছড়ি সদর ইউনিয়নের ঠাকুরছড়া বৈসু উদযাপন কমিটি’র উদ্যোগে ত্রিপুরাদের বিভিন্ন ধরনের খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে।

 

 

শুক্রবার(০৫এপ্রিল) বিকাল সাড়ে ৩টায় বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। পরে ফিতা কেটে, বেলুন উড়িয়ে ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যদিয়ে সপ্তাহব্যাপি এ ঐতিহ্যবাহী খেলাধুলা’র সূচনা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান জ্ঞান দত্ত ত্রিপুরা এবং এতে সভাপতিত্ব করেন ঠাকুরছড়া বৈসু উদযাপন কমিটি’র সভাপতি শেফল্লু ত্রিপুরা।উদ্বোধনের পরপরে নতুনবাজার মাঠ প্রাঙ্গণে সুকুই ( গিলা) খেলা, ওয়াকরাই, দড়ি টানা,চপ্রিং,কাং,ফুটবল খেলাসহ বিভিন্ন ধরনের খেলা অনুষ্ঠিত হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

এ সময় খাগড়াছড়ি সদর ইউনিয়নের মহিলা সদস্য গৌরিমালা ত্রিপুরা,সদস্য বিজয় রোয়াজা,ঠাকুরছড়া জাগরণ পাঠাগার-ক্লাবের সভাপতি প্রজ্জ্বল ময় রোয়াজা,ঠাকুরছড়া বৈসু উদযাপন কমিটি’র সাধারণ সম্পাদক রেভিলিয়াম রোয়াজা,ঠাকুরছড়া -গোলাবাড়ী শিব মন্দির পরিচালনা কমিটি পুলক নারায়ণ ত্রিপুরা, ঠাকুরছড়া বৈসু উদযাপন পরিচালনা কমিটি সদস্য সুজন রোয়াজা ও মানস ত্রিপুরাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button