জুলাই-আগষ্ট বিপ্লব গুইমারায় ইসলামী আন্দোলনের বিশেষ দোয়া ও গণসমাবেশ অনুষ্ঠিত

চেঙ্গী দর্পন প্রতিবেদক, গুইমারা , খাগড়াছড়ি :
জুলাই-আগস্ট বিপ্লবে আহতদের সুস্থতা এবং বীর শহীদদের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও গণসমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, গুইমারা উপজেলা শাখা।
৬ আগষ্ট ২০২৫, বুধবার দুপুর ৩টা থেকে জালিয়াপাড়া সাংগঠনিক অফিস প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়। গুইমারা উপজেলা শাখার সভাপতি মোঃ মাগফার হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় আমেলা সদস্য আলহাজ্ব মুফতি মোস্তফা কামাল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, খাগড়াছড়ি জেলা সভাপতি হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন এবং জেলা সেক্রেটারি মাওলানা কাউসার আজিজী। এছাড়া জেলা ও উপজেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। গনসমাবেশে সংহতি প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী গুইমারা উপজেলা সভাপতি ডাঃ মোঃ রফিকুল ইসলাম এবং মিডিয়া সম্পাদক মোঃ আবু বকরসহ প্রতিনিধি দল অনুষ্ঠানে অংশ নেন।
বক্তারা আওয়ামী জালিম সরকার কর্তৃক আলেম ওলামা ও ছাত্র জনতার গণবিপ্লবে সংগঠিত হত্যাকান্ডের বিচার, স্বাধীন বাংলাদেশে ভারতীয় আগ্রাসন বন্ধ, পিআর পদ্ধতিতে নির্বাচন, পার্বত্য চট্টগ্রামের প্রত্যাহারকৃত সেনাক্যাম্প পুনঃস্থাপন ও টার্ত্য অঞ্চল নিয়ে দেশী বিদেশী যড়যন্ত্র বন্ধের দাবী জানিয়ে আগামী নির্বাচনে ইসলামপন্থীদের ভোট দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় পাঠাতে জনগনের প্রতি আহবান জানান।